শ্রীপুরে দুই শতাংশ জমি ৫লাখ টাকা ভবন জব্দ করেছে বন বিভাগ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

Photo2780

ষ্টাফ করেসপনডেন্ট
শ্রীপুর ব্যুারো অফিস: বন বিভাগের দুই শতাংশ জমি ৫লাখ ২০ হাজার টাকায় বিক্রির পর পাকা ভবন নির্মানকালে নির্মান সামগ্রী জব্দ করে মামলা করেছে বন বিভাগ।

শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৪ গলদাপাড়া গ্রামে বারতোপা বাজারে ওই ঘটনা ঘটে।

বুধবার  শ্রীপুর রেঞ্জ অফিসার আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাওরাইদ বিটের অধীন গলদাপাড়া গ্রামের বারতোপা বাজারে বনের জায়গায় জবর দখল করে পাকা ভবন নির্মান কালে বেশ কিছু নির্মান সামগ্রী জব্দ করা হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট কাওরাইদ বিট অফিস বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্র জানায়, বেশ কিছু দিন যাবৎ স্থানীয় একটি চক্র বারতোপা বাজারে বনের জমি দখল করে কেনা-বেচা করছেন। ননজুডিশিয়াল ষ্ট্যাম্পের মাধ্যমে বন বিভাগের জমি কেনা-বেচার ফলে ইতোমধ্যে ২০/২৫ টি ঘর নির্মান হয়ে গেছে। সর্বশেষ ২ শতাংশ জমি ৫লাখ ২০ হাজার টাকায় বিক্রি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানা জানি হয়ে গেলে বন বিভাগ ওই ব্যবস্থা গ্রহন করে। সূত্র আরো জানায়, একই চক্র স্থানীয়ভাবে বন বিভাগের জমি দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

এ সকল বিষয়ে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের যুগ্ম মহাসচিব ফেডরিক মুকুল বিশ্বাস ও ও ঐতিহ্যৃ সংরক্ষন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান বলেছেন, বনের জমি জবর দখল মুক্ত করার দাবিতে চলমান আন্দোলনকে আরো বেগবান করা হবে। যে খানে জবরদখল হবে ওই খানেই আন্দোলন ছড়িয়ে পড়বে। ঘটনার সংবাদ পাওয়ায় অচিরেই শ্রীপুরে কর্মসূচি ঘোষনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *