আফগানিস্তানে মার্কিন জেনারেল নিহত

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

59679_afghan
গ্রাম বাংলা ডেস্ক: আফগানিস্তানে হামলায় এক মার্কিন মেজর জেনারেল নিহত হয়েছেন। আফগান সেনাবাহিনীর পোশাক পরে ওই হামলাটি চালানো হয় বলে জানা গেছে। কাবুলে ব্রিটিশ-পরিচালিত একটি একাডেমিতে এই ঘটনা ঘটে। এছাড়া এক জার্মান জেনারেল, এক আফগান জেনারেল, বেশ কয়েকজন ব্রিটিশ ও আমেরিকান সৈন্যও এই হামলায় আহত হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে আফগান সৈন্যটি গুলি ছুঁড়েছে, সে গুলিতে নিহত হয়েছে। দুপুরে খাবার নিয়ে বিতর্কের জের ধরে তিনি গুলি চালান বলে জানা গেছে।
২০০১ সালে তালেবানবিরোধী হামলা শুরু হওয়ার পর এই প্রথম মেজর জেনারেল পদমর্যাদার কোনো মার্কিন সৈনিক নিহত হলো। নিহত জেনারেলের নাম হ্যারলন্ড গ্রিন। তিনি ছিলেন কম্বাইন্ড সিকিউরিটি ট্রান্সিশন কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।
আক্রমণকারী আফগান সৈন্যটি তিন বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। তিনি মার্কিন নির্মিত এম১৬ রাইফেল ব্যবহার করেন। হামলার সময় তিনি পুরো ম্যাগাজিন খালি করে ফেলেন। ফলে বেশ কয়েকজন হতাহত হয়। অন্য সৈন্যরা তখন তাকে গুলি করে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *