রাতের ঢাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ২ জন নিহত

Slider জাতীয়

 

2015_09_28_22_05_20_SH2qSmTt15hAqyu8gfqAn32Utt2AZg_original

 

 

 

 

 

ঢাকা : পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীর রায়েরবাগ ও কুড়িল বিশ্বরোডে পুলিশ সদস্যসহ দুইজন নিহত। মরদেহ দু’টি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম মো. রফিক (৪৫), অপরজন অজ্ঞাত যুবক।

রোববার রাতে দুর্ঘটনা দু’টি ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস।

তিনি জানান, রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় শ্রাবণ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য রফিককে ধাক্কা দেয়। পরে পথচারী রুবেল তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। রাত ১২টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিক পুলিশের নায়েক পদে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার নম্বর-২০৫৮০।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুড়িল ফুটওভার ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তিকে একটি বাস ধাক্কা দেয়। পরে লোকজন তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত ১১টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ দু’টি ঢামেক জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই সেন্টু চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *