মুন্সীগঞ্জ প্রতিনিধি
গ্রাম বাংলা নিউজ২৪.কম: পদ্মা নদীর লৌহজং চ্যানেলে লঞ্চডুবির ঘটনায় চাঁদপুরের হাইমচরে চারটি মৃতদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মাওয়াঘাট সরকারি তথ্যকেন্দ্র থেকে এ ঘোষণা দিয়েছেন এএসপি কুতুবুর রহমান।
শনাক্ত করার জন্য মৃতদেহগুলো মাওয়া ঘাটে নিয়ে আসা হচ্ছে বলেও তিনি জানান।
এর আগে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে হিরা (২০) ও হাসিয়া বেগম (৫৫)। তাদের দুজনের বাড়ি মাদারীপুরের শিবচরে।
উল্লেখ্য, এমভি পিনাক-৬ নামের একটি লঞ্চ দুই শতাধিক যাত্রী নিয়ে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর লৌহজং চ্যানেল এলাকায় ডুবে যায়। তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে পড়ে লঞ্চটি ডুবে যায় বলে উল্লেখ করা হলেও অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চডুবির অন্যতম কারণ বলে অভিযোগ উদ্ধার হওয়া যাত্রীদের।