বিএনপি নির্বাচনে যাবে কিনা জানতে চেয়েছেন ডোনাল্ড লু

Slider রাজনীতি

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এবং বিএনপি নির্বাচনে যাবে কিনা জানতে চেয়েছেন সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বিষয়ে জানতে চান বলে বৈঠক সূত্রে জানা গেছে।

মতবিনিময়কালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ‘ওনারা বলেছেন, আমরা কোনো দলের পক্ষ নিয়ে কখনো কথা বলি না। আমরা একটি প্রক্রিয়া নিয়ে কথা বলি। এর বাইরে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। আমার দেখামতে ওখানে বিএনপির কেউ ছিল না। তবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, তারা জানতে চেয়েছেন। কোনো দল নিয়ে কথা হয়নি’

এর আগে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *