বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন বার্ধক্যজনিত কারণে ও একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত তিন ব্যক্তির মধ্যে সিলেটের জয়নাল আবেদিন (৫৫) গতকাল রাত ১টার কিছু আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়া রাত পৌনে ৯টার দিকে কুড়িগ্রামের নূরুল ইসলাম (৭২)ও সন্ধ্যায় নাটোরের ফরিদ উদ্দন কবিরাজ (৭২) বার্ধক্যজনিত কারণে মারা যান। শুক্রবার বাদ ফজর টঙ্গীর তুরাগতীরের ইজতেমাস্থলে এ তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বাদ ফজর মৃত ব্যক্তিদের জানাজা শেষে লাশ নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
আজ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। ১০শে জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।
আজ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। ১০শে জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।