নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তৃতা করছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
দীর্ঘ এক বছরের বেশি সময় পর উন্মুক্ত স্থানে বড় ধরনের কোনো রাজনৈতিক সমাবেশে এই প্রথম যোগদান করেছেন তিনি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। খালেদা জিয়া দুপুর ২টা ৫০ মিনিটে মঞ্চে উপস্থিত হন।
ঢাকা মহানগর বিএনপির আয়োজনে এই সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঞ্চের ব্যানারে লেখা হয়েছে, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জনসভা’।
দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলটি। তবে শর্তসাপেক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।