কোভিড আক্রান্তের হার ফের ঊর্ধ্বমুখী, মুম্বাইয়ে সতর্কতা জারি

Slider সারাবিশ্ব

নভেম্বর থেকে কমছিল, ডিসেম্বর-জানুয়ারিতে কার্যত মনে হচ্ছিলো করোনা বিদায় নিয়েছে। কিন্তু ফেব্রুয়ারি ফের দুঃসংবাদ বয়ে আনছে। মুম্বাইয়ে নাগাড়ে চারদিন করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী দেখে বোম্বে মিউনিসিপাল কর্পোরেশন আবার এপ্রিলের সতর্কতায় ফিরে গেল। লকডাউন ঘোষণা করা হয়নি ঠিকই, কিন্তু কোনও আবাসনে পাঁচজন করোনায় আক্রান্ত হলেই সেই আবাসন সিল করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলো। মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার না করলে উচ্চ হারে জরিমানা ধার্য করা হবে। রাতে মুম্বাইতে তিনশো মার্শাল নামানো হচ্ছে যারা অনিয়ম দেখলেই ব্যবস্থা নেবে। রেস্টুরেন্ট, সিনেমা হল বা ক্লাব বন্ধ করার সিদ্ধান্ত এখনও নেয়া না হলেও সেগুলোকে কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে যাতে কোভিড বিধি সঠিকভাবে মানা হয়। ভারতের অম্যান শহরের অনেক গুলিতেই টানা চারদিন কোভিড সংক্রমণ বাড়ছে। সেখানেও সতর্কতা জারির কথা বলা হয়েছে। কোভিড জানুয়ারিতে কার্যত বিদায়ের ইঙ্গিত দিলেও আবার করোনা ভাইরাস মাথা তুলে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশ আলগা দেয়া যাবে না। এখনই আরও বেশি সতর্কতা প্রয়োজন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *