পবিত্র নগরী মক্কায় পৌর নির্বাচনের একটি আসনে একজন নারী বিজয়ী হয়েছেন। প্রথমবারের মতো দেশটির নারীরা নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচিত ওই নারীর নাম সালমা বিনতে হিজাব আল-ওতেইদি।তিনি মক্কার মাদ্রাকাহ পরিষদ থেকে বিজয়ী হয়েছেন। রোববার সৌদি আরবের নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ওসামা আল-বার এ তথ্য জানিয়েছেন।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সালমার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাত পুরুষ ও দুই নারী।
সৌদি আরবের শাসনব্যবস্থা রাজতন্ত্রের অধীনে পরিচালিত হয়। দেশটিতে নারীদের গাড়ি চালনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে।এএফপি জানিয়েছে, সৌদি আরবই শেষ দেশ, যেখানে এতদিন কেবল পুরুষদের ভোটাধিকার ছিল। শনিবারের ভোটের মাধ্যমে অবশ্য এ প্রথা থেকে বেরিয়ে এলো দেশটি।
সৌদি আরবের স্থানীয় এ নির্বাচনে ছয় হাজার ৪৪০ জন প্রার্থী। এর মধ্যে নারীদের সংখ্যা নয় শতাধিক।নারী ভোটাররা জানান, বিভিন্ন বিষয়, যেমন আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা ও যানবাহনের অভাবে তাঁরা নিবন্ধন করতে বাধাপ্রাপ্ত হন। এর ফলে নিবন্ধিত ভোটারদের মধ্যে ১০ শতাংশের চেয়ে কম নারী ভোটার হতে পেরেছেন। খুব কম নারী নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।