ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর মহানগরীর কাশিমপুরের বড়ভবানিপুর এলাকার জঙ্গল থেকে ৮টি ককটেল (হাতবোমা) ও বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে ওই গুলো উদ্ধার হলেও রাত পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে আসামী আটকের জন্য অভিযান চলমান থাকায় পুলিশ তাৎক্ষনিকভাবে কিছু জানায়নি বলে দাবি করেছে।
শুক্রবার রাতে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এমসআই) মোঃ আল আমিন জানান, দুপুরে বড়ভবানিপুর এলাকার জনৈক সাইদুর রহমানের বাড়ির পাশের জঙ্গলে ককটেল ও দেশীয় অস্ত্র দেখতে পেয়ে এলাকাবাসি থানায় খবর দেয়। পরে বিকালে লতা-পাতা দিয়ে ঢাকা অবস্থায় ৮টি ককটেল (হাতবোমা), ২টি দা, ১ টি শাবল, ১টি তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। তবে অভিযান চলছে।
পুলিশের ধারণা, ডাকাতি বা সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে দূর্বৃত্তরা ওই হাতবোমা ও দেশীয় অস্ত্র জঙ্গলের ভেতর রেখে থাকতে পারে।
উল্লেখ্য, গাজীপুর মহানগরের ওই এলাকায় ইদানীং চুরি,ডাকাতি,অপহরন,ছিনতাই বেড়েছে আশংকাজনক হারে। পাশ্ববর্তী মাধবপুরে দুই বাড়িতে বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। একই এলাকা থেকে আলোচিত জিসিসির নারী কাউন্সিলরও অপহরণ হয়েছিলো।