ঢাকা : ‘আইন মোতাবেক সুষ্ঠু নির্বাচনের আশা করছি’ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।
মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।
‘নির্বাচন করার মতো পরিবেশ নেই’ বিএনপির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘তারা অভিযোগ করেছে, বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যদি কারো মনোনয়পত্র বাতিল হয়ে থাকলে তাহলে আপিল করার সুযোগ আছে, তারা আপিল করতে পারবেন।’
তিনি আরো বলেন, ‘উনারা (বিএনপি) আরো অভিযোগ করেছে, অনেক জায়গায় মনোনয়নপত্র দাখিল করতে পারে নাই। তারা আমাদের কাছে সাহায্য চেয়েছে, আমরা তাদের সাহায্য করেছি।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘দাগনভূঞারই একজনের মনোনয়নপত্র নিতে আমরা সাহায্য করেছি।’
সিইসি বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। সংসদ সদস্যদের শোকজও করেছি। আশা করছি, আইন মোতাবেক সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সবাইকে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া নির্দেশও দিয়েছি।’
এর আগে বিকেলে সিইসি কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাতে বিএনপি মনোনিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল, মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাধা প্রদানের অভিযোগসহ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির দায়িত্ব ঠিকভাবে পালন করা নিয়ে আলোচনা হয়।