ম্যানহোলে পড়া শিশু নীরব উদ্ধার বুড়িগঙ্গায়

Slider জাতীয়

 

1449578779

 

 

 

 

ঢাকা: ম্যানহোলে পড়া শিশু নীরবকে পাওয়া গেছে। মঙ্গলবার (ডিসেম্বর ০৮) রাত আটটা ২০ মিনিটে বুড়িগঙ্গা নদী থেকে তাকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানান, আমাদের ডুবুরিরা শিশু সাইফুল ইসলাম নীরবকে বুড়িগঙ্গা নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। তাকে এখন হাসপাতালে পাঠানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার (ডিসেম্বর ০৮) বিকেল পৌনে ৫টার দিকে খেলতে খেলতে ম্যানহোলের গর্ত দিয়ে সুয়ারেজ লাইনে পড়ে যায় নীরব নামের ৫ বছরের ওই শিশু। তার পিতার ‍নাম মো.রেজাউল।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, রাজধানীর শ্যামপুর মাঠ সংলগ্ন এলাকায় নীরবদের বাসা। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *