খুলনায় ছাত্রদল সম্পাদকসহ আটক ৪

Slider জাতীয়

image_280484.atok

 

 

 

 

 

খুলনা: খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে ও সোমবার সকালে তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন-নগরীর সদর থানা ছাত্রদলের সভাপতি শামীম আশরাফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইউছুফ ও জামায়াত কর্মী আজিুজর রহমান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম  জানান, রোববার রাত পৌনে একটার দিকে নগরীর কালীবাড়ি এলাকা থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম কামালসহ ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে কামালের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। অপরদিকে, সোমবার সকাল ৭টায় পূর্ব বানিয়া খামার এলাকা থেকে জামায়াত কর্মী আজিজুর রহমানকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *