হুমকি পেলেই জঙ্গি ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে আইজিপি কাপ অনূর্ধ্ব-২১ বিভাগীয় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন শেষে সম্প্রতি রাজশাহীর বিশিষ্ট নাগরিকদের হুমিক দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, সম্প্রতি বিভিন্ন ব্যক্তিকে হুমকি দেওয়ার ঘটনায় রংপুরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি ১৬৫ জনকে হুমকি দিয়েছিলেন। তার পুরো কল রেকর্ড পুলিশের কাছে রয়েছে। তাই এসব হুমকিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহারের সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী ও জেলা পুলিশ সুপার নিশারুল আরিফ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় রাজশাহী, চাঁপাইনাবাবগঞ্জ, নঁওগা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা পুলিশ দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় স্বাগতিক রাজশাহী পরাজিত করেছে নাটোর জেলাকে।