আগৈলঝাড়ায় চাঁদার দাবিতে সাংবাদিক পরিবারের উপর হামলায় আহত ১০

বরিশাল

2015_08_28_00_34_05_JQ0DCHMARQBCS4DIEHmTwp9XCFlNqe_original

 

 

 

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
চাঁদার দাবিতে মঙ্গলবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজাদ রহমানের বাড়িতে হামলা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। হামলাকারীরা নগদ অর্থসহ ব্যবহৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে গেছে। হামলায় মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে।
আহত ও অভিযোগসূত্রে জানা গেছে, সাংবাদিক কেএম আজাদ রহমানের স্ত্রী রুবিনা বেগমের কাছে দীর্ঘদিন থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছে উপজেলার ফুল্লশ্রী গ্রামের আলমগীর খলিফার পুত্র চিহ্নিত সন্ত্রাসী আকাশ খলিফা ও তার সহযোগীরা। রুবিনা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকের বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা নগদ অর্থসহ ব্যবহৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় সাংবাদিকের স্ত্রী রুবিনা বেগম, পুত্র মেহেদী হাসান হৃদয়, মাহমুদ হাসান অন্তর, বোন রিজিয়া বেগম, নিশাদ বেগম, ভাই ফরহাদ খলিফা, তার স্ত্রী সাদিয়া বেগম, ভাগ্নে ইমরান খলিফাসহ কমপক্ষে ১০জন আহত হয়। গুরুতর আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রুবিনা বেগম বাদী হয়ে ওইদিন বিকেলে থানায় মামলা দায়ের করেছেন। থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *