আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোয়নের প্রত্যয়নকারীর দায়িত্ব পালন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নমুনাপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। এতে শেখ হাসিনার নমুনা স্বাক্ষর রয়েছে।
দলটির উপ-কমিটির সহ-সম্পাদক এবিএম রিয়াজুল কবির কাওসার এ নমুনাপত্রটি নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলমের কাছে জমা দিয়েছেন।
রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এসে শনিবার দুপুর ১টার দিকে নমুনাপত্রটি জমা দেন তিনি। সে সময় সিইসিসহ কোনো কমিশনার নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন না।
আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশনকে এ কথা জানিয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ সংক্রান্ত একটি চিঠি রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে পৌঁছে দেন বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ইসির উপ-সচিব মো. শামসুল আলম।
এরফলে ২৩৪ পৌরসভায় বিএনপির প্রার্থী শাহজাহানের প্রত্যয়নে চূড়ান্ত হবে।
আসন্ন পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোয়নের প্রত্যয়নকারীর দায়িত্ব পালন করবেন দলের দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এসে এরশাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নমুনাপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু।
দলটির উপ-কমিটির সহ-সম্পাদক এবিএম রিয়াজুল কবির কাওসার এ নমুনাপত্রটি নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলমের কাছে জমা দিয়েছেন। সে সময় সিইসিসহ কোনো কমিশনার নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন না।