দিনকয়েক আগেই বেশ ভালোভাবেই সমালোচনায় জড়িয়ে ছিলেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ও উইকেটরক্ষক ওমর আকমল। বিনা অনুমতিতে মুজরা পার্টিতে যাওয়া এবং অনৈতিক কর্মকান্ডের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। পরঅর্তীতে তার আত্মপক্ষ সমর্থনের উপরে ভিত্তি করে অভিযোগ তুলে নিয়ে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে তাকে।
ইংল্যান্ডের বিপক্ষে বৃহঃস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টি২০ সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন উমর আকমল। তবে বাম হাতের আঙ্গুলের হাড়ে চিড় ধরায় তিন ম্যাচ সিরিজ থেকে ছিটকে পড়েছেন অল রাউন্ডার ইমাদ ওয়াসিম। গত মাসে ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে ওয়াসিম আঙ্গুলে আঘাত পান। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে পিসিবি চিকিৎসক সোহেল সেলিম জানিয়েছেন। ওয়াসিমের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অপর অল রাউন্ডার বিলাল আসিফ। আকমলকে অন্তর্ভূক্ত করতে গিয়ে নির্বাচকরা টি২০ দল থেকে ইফতিখার আহমেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
মুজরা পার্টি ছাড়াও এক পাকিস্তানি অভিনেত্রীকে শারীরিক ভাবে আঘাতের দায়েও আকমলকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়।