রাজবাড়ী জেলার কাঁশাদহ গ্রাম কালুখালী থানার শিক্ষিত বেকার যুবক মোঃ রঞ্জু মিয়া কলেজে অধ্যয়নরত অবস্থায় ইন্টারনেট ঘেটে সাপ চাষের প্রতি তার আগ্রহ জন্মে,মাষ্টার্স পাস করে সে ইন্টারনেট-এর প্রাপ্ত তথ্যের সুত্র ধরে সে গ্রামের আরো ৮/৯ জন যুবককে সংগে নিয়ে প্রায় ২ একর যায়গার উপরে ” রাজবাড়ী সাপের খামার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ “নামে গড়ে তুলেছে এই সাপের খামার। তার খামারে ছোট বড় মিলে ৬ প্রজাতির প্রায় ৫০ টি সাপ রয়েছে। পাশাপাশি জৈব সার ও মৎস চাষও চালিয়ে যাচ্ছে। আর এই খামারে বাচ্চা প্রজনন করানো হয়, এবং আশেপাশের গ্রামে কোন সাপ ধরা পড়লে খবর পেলে সেখান থেকে জিবন্ত সাপ তার খামারে এনে সঠিক পরিচর্যা করে তার খামারে রেখে দেওয়া হয়।সে তার খামারের মধ্যেই প্রতিবার সর্প প্রদর্শনী মেলারও আয়োজন করে থাকে। তার আশা সরকারী পৃষ্টপোষকতা পেলে তার এই খমার থেকে সাপের চামড়া সাপের বিষ ও সাপের মাংস বাণিজ্যিক ভাবে দেশ ও দেশের বাইরে রপ্তানি করা যেতে পারে।