আইএস হামলার আশঙ্কা ভারতে

Slider সারাবিশ্ব

 

1447765116

 

 

 

 

 

ভারতে আইএস হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলা ঠেকাতে সব রাজ্যে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, ভারতে আইএস বা আইএস এর উদ্বেগজনক উপস্থিতি নেই। তবে ভারতীয় তরুণদের উদ্বুদ্ধ করে বা এখানকার সন্ত্রাসী গ্রুপগুলোকে পেছন থেকে সহযোগিতা করে সন্ত্রাসী হামলা চালাতে পারে আইএস।  ভারতে আইএস সমর্থকদের সতর্ক করে কিরণ রিজিজু বলেছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে কিংবা তাদের কঠোরভাবে দমন করা হবে।

ভারতে বিভিন্ন দূতাবাস পর্যটন কেন্দ্র ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদারেরও নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে  ফ্রান্স যুক্তরাষ্ট্র  যুক্তরাজ্য জার্মানি অস্ট্রেলিয়া  তুরস্ক ও ইসরায়েলি দূতাবাসে বাড়তি নিরাপত্তা দিতে বলা হয়েছে।গত শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এতে ১২৯ জন নিহত হন। হামলার একদিন পরে এর দায় স্বীকার করে আইএস।

মঙ্গলবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *