আজ মুখোমুখি বাংলাদেশ অস্ট্রেলিয়া

খেলা

wc_174095

 

 

 

 

 

নিরাপত্তার অজুহাতে ক্রিকেটে তারা এলোই না, তবে ফুটবলে আর সেটা সম্ভব হয়নি। চার স্তরের নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার পর গতকাল বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। রাত সাড়ে ৮টায় নিজস্ব বিমানে চড়ে সিঙ্গাপুর থেকে আসে এশিয়ার চ্যাম্পিয়ন এই দলটি। বিমানবন্দর থেকেই সরাসরি গুলশানের একটি হোটেল চলে যান তারা। আজও খেলা শুরুর কিছুক্ষণ আগেই তারা যাবেন বঙ্গবন্ধু স্টেডিয়াম। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠ থেকেই বিমানবন্দরে রওনা দেবেন সকারুরা। অস্ট্রেলিয়া দলের মাত্র কয়েক ঘণ্টার এ সফরের জন্য এরই মধ্যে . স্টেডিয়াম সংলগ্ন এলাকা নিরাপত্তার চাদড়ে মুড়িয়ে রাখা হয়েছে। তারই মধ্যে আজ বিকেল ৫টায় বাংলাদেশের মুখোমুখি হবে অতিথিরা। — তাদের এ সফরটিতে সবকিছুই যেন নতুনত্বের ছোঁয়া। এই প্রথম বাংলাদেশে খেলবে অস্ট্রেলিয়া ফুটবল দল। যেটা বাংলাদেশ ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। কিন্তু ম্যাচের চেয়ে নিরাপত্তাটাই যেন বেশি অগ্রাধিকার পাচ্ছে। দুই ঘণ্টা দেরিতে গতকাল রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই অস্ট্রেলিয়া ফুটবল দল সরাসরি চলে যায় ওয়েস্টিন হোটেলে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের চার স্তরের নিরাপত্তা দেন। নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনটা সকারুরা করল গতকাল রাতে। বাংলাদেশের কঠোর নিরাপত্তা ব্যবস্থাতেও যেন আশ্বস্ত হতে পারছে না অস্ট্রেলিয়া। বাংলাদেশের মাটিতে কোনো অনুশীলন ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় মামুনুল ইসলামদের মুখোমুখি হবে সকারুরা। ঢাকা মহানগর পুলিশের ডিসি মুনতাসিরুল ইসলাম সমকালকে বলেন, অস্ট্রেলিয়া ফুটবল দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। সাদা পোশাকে গোয়েন্দারাও তৎপর রয়েছেন। সব চেষ্টাই করেছে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন। তারা চেয়েছে ঢাকার পরিবর্তে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটা নিরপেক্ষ কোনো ভেন্যুতে হোক। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) কাছে সকারুদের সব দাবিই তুচ্ছ হয়েছে। তাই খেলার জন্যই কেবল অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসা। বাংলাদেশকে নিরাপদ ভাবেনি তারা। আসার কথা ছিল ১৪ নভেম্বর, কিন্তু না এসে সিঙ্গাপুরে গিয়ে করে অনুশীলন। বাংলাদেশে বেশিক্ষণ থাকতে চায় না সকারুরা। তাই আজ ম্যাচ খেলে সরাসরি দেশের বিমানে উঠবেন টিম কাহিলরা। খুব অল্প সময় হাতে রেখেই অস্ট্রেলিয়া ফুটবদল দল বাংলাদেশে এল। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করার পরই শঙ্কাটা জাগে। সকারুরাও আসছে না। এরপর থেকেই পেন্ডুলামের মতো ঘুরতে থাকে অস্ট্রেলিয়া ফুটবল দলের বাংলাদেশ সফরে আসা। শেষ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট হয়েই আসে সকারুরা। পুরো অস্ট্রেলিয়া ফুটবল দলকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। গতকালের ন্যায় আজও বঙ্গবন্ধু স্টেডিয়ামের সব দোকান-পাট বন্ধ থাকবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) রেগুলেশন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকতা শেখ মোহাম্মদ মারুফ হোসেন। – See more at: http://bangla.samakal.net/2015/11/17/174095#sthash.BlpGttXI.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *