র্যাব পরিচয়ে মতিঝিলে থেকে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তাকে হতাকড়া পরিয়ে গাড়িতে তুলে তার কাছ থেকে ৩৯ লাখ টাকা নিয়ে পালানোর সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রোববার রাতে ঝিলমিল আবাসিক প্রকল্পের সামনে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১৫ লাখ টাকা, তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল, একটি হাতকড়া, র্যাবের তিনটি পোশাক এবং সাদা রঙের একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. কামাল হোসেন (৪০), মো. এনায়েত হোসেন (৩৮), মো. বাচ্চু ওরফে খলিল (৪৫) ও মো. হারুন (৩৫)।
এদের মধ্যে বাচ্চু ও হারুন গুলিবিদ্ধ হওয়ায় তাদের রাত ৯টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
ওসি মনিরুল বলেন, “রাত ৮টার দিকে সাদা রঙের নোয়া গাড়িটি ঝিলমিল আবাসিক প্রকল্পের সামনে এলে পুলিশ থামায়। এ সময় ভিতর থেকে চার ব্যক্তি নেমে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। বাচ্চু ও হারুনের পায়ে গুলি লাগে।”
টুডে ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জের কর্মকর্তা মো. জালালকে মতিঝিল থেকে তুলে নিয়ে তার কাছ থেকে ৩৯ লাখ টাকা রেখে ওই চারজন পালিয়ে যাচ্ছিল বলে জানান ওসি।
তিনি বলেন, “জালাল বিকালে মতিঝিলের অফিস থেকে ৩৯ লাখ টাকা নিয়ে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা ওই চার ব্যক্তি তাকে র্যাব পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে চোখ-মুখ বেঁধে মাইক্রোবাসে তোলে। ঝিলমিল আবাসিক প্রকল্পের কাছে পৌঁছালে টাকা ছিনিয়ে নিয়ে সন্ধ্যার পরে তাকে সেখানে ফেলে যায়।”
এসময় জালাল তার টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছে বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে ওই এলাকাসহ দক্ষিণ কেরানীগঞ্জের সব রাস্তা আটকে আভিযান শুরু করলে ছিনতাইকারীরা ধরা পড়ে বলে ওসি জানান।