সাকিবের পরিবর্তে দলে এনামুল

Slider খেলা

 

1446993166

 

 

 

 

সাকিব আল হাসানের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেওয়া হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হককে।জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দলে থাকলেও পরে ১৪ সদস্যের চূড়ান্ত দলে জায়গা হয়নি এনামুল হকের। এবার সুযোগ পেলেন সাকিব আল হাসানের জায়গায়।

অলরাউন্ডারের বদলে টপ অর্ডার ব্যাটসম্যান নেওয়ার ব্যখ্যা দিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন,সাকিবের মতো অলরাউন্ডারের জায়গা তো আর পূরণ করা যায় না। আমাদের মনে হয়েছে, বোলিংয়ে বিকল্প আছেই। তাই একজন ব্যাটসম্যানকে নিয়েছি।

শনিবার প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য জরুরি প্রয়োজনে রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়তে হচ্ছে তাকে।

প্রথম ওয়ানডেতে ১৪৫ রানে জেতা বাংলাদেশ সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে সোমবার।

এনামুল বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছেন গত বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে ফিল্ডিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। পরে অস্ত্রোপচার হয়েছিল তার কাঁধে। বিশ্বকাপের পরে পাকিস্তান ও ভারত সিরিজেও ছিলেন মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকা সিরিজে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি একটি ম্যাচেও।

এখন পর্যন্ত ৩০ ওয়ানডে খেলে ৩ টি করে শতক ও অর্ধশতকে ৯৫০ রান করেছেন এনামুল, গড় ৩৫.১৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *