টেকনাফে আরো ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Slider জাতীয়

2015_11_07_23_00_08_smatBnEpbJswMGn2FhJ5KGzF45ahxt_original

 

 

 

 

 

কক্সবাজার: টেকনাফে আরও চার কোটি আট লাখ টাকা মূল্যের এক লাখ ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

শনিবার রাত ৯টার দিকে টেকনাফ পৌর এলাকার নাইট্যং পাড়ার নাফ নদীর মোহনা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার ভোর ৫টার দিকে টেকনাফ সদরের নাজিরপাড়াস্থ কূলছড়ি থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি ইয়াবার চালান আসছে। পরে টেকনাফ বিওপির একটি টহল দল নাইট্যং পাড়াস্থ নাফ নদীর মোহনায় যায়। বিজিবি সদস্যদের দেখতে পেয়ে কয়েক জন নাফ নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে এক লাখ ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি আট লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *