গ্রাম বাংলা ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিভিন্ন ইসলামি দল ও সংগঠন এই বিক্ষোভের ডাক দিয়েছিল। বিক্ষোভকারীরা হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবির পাশাপাশি ইসরাইলবিরোধী সেøাগান দেয় এবং বিভিন্ন জায়গায় ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ করে। রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদের খতিব তাদের খুতবাপূর্ব বক্তব্যে ফিলিস্তিনে নিরীহ নিরস্ত্র মানুষের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যাকাণ্ড চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নামাজ শেষে ফিলিস্তিনের জনগণের জানমাল রক্ষায় এবং ইহুদিবাদী ইসরাইলের ধ্বংস কামনা করে দোয়া করা হয়।
রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এতে সাধারণ মুসল্লিরাও অংশ নেন। ফিলিস্তিনিদের রক্ষায় পদক্ষেপ নেয়ার দাবিসংবলিত ব্যানার প্ল্যাকার্ড বহন করে বিভিন্ন সেøাগান দেন বিক্ষোভকারীরা। এ ছাড়া হেফাজতে ইসলাম ঢাকা মহানগর, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে মিছিল সমাবেশ করে। বিক্ষোভকারীরা বায়তুল মোকাররম এলাকায় রাস্তায় ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ করে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানায়।
সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ : গাজায় ইসরাইলি হামলায় নিরীহ ফিলিস্তিনিদের প্রাণহানির প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। ফিলিস্তিনে ইসরাইলি হত্যা বন্ধের দাবিসংবলিত ব্যানার প্ল্যাকার্ড নিয়ে সাধারণ মুসল্লিরাও মিছিলে যোগ দেন।
পরিষদের ঢাকা মহানগর সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে বিােভ মিছিলপূর্ব সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি ও সমমনা ১২ দলের সদস্যসচিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের যুগ্ম সম্পাদক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, আহকামে শরিয়াহ হেফাজত কমিটির মহাসচিব অধ্যাপক আবদুস সবুর মাতুব্বর, জাতীয় ফতোয়া বোর্ডের সদস্যসচিব ডা: মুফতি আবদুল কাউয়ূম আযহারী, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের ঢাকা মহানগরী সেক্রেটারি মাওলানা সালেহ সিদ্দিকী, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, মহাসচিব এম এ রশিদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা শফিকুল ইসলাম মিলন, অধ্য মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্মম ও বর্বর হামলার বিভৎস চিত্র দেখে কোনো বিবেকবান চুপ থাকতে পারে না। ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে আজ গোটা দুনিয়া ফুঁসে উঠেছে। অথচ বিশ্ব মোড়লেরা কেন এ ব্যাপারে কার্যকর পদপে নিচ্ছে না তা আমাদের বুঝে আসে না। নেতৃবৃন্দ অবিলম্বে ফিলিস্তিনে বর্বর হামলা বন্ধে জাতিসঙ্ঘ ওআইসিসহ সব আন্তর্জাতিক সংস্থার কার্যকর পদপে নেয়ার জোর দাবি জানান এবং ইসরাইলের সব পণ্য বর্জন ও তাদের থেকে সহযোগিতা গুটিয়ে নিতে অনুরোধ জানান।
সংপ্তি সমাবেশ শেষে বিােভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে প্রেস কাবের দিকে রওনা হয়ে পল্টন মোড়ে পুলিশের বাধার মুখে মতিঝিলের দিকে রওনা হয়। দৈনিক বাংলা মোড়ে পুলিশের পানি কামান, রায়টকার, ব্যাপক রণসজ্জা ও ব্যারিকেডের মুখে বাধাগ্রস্ত হয়ে সংপ্তি দোয়া মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলাম : হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল-পরবর্তী সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, বিগত সাত দশক ধরে ফিলিস্তিনি জনগণ বর্বর ইসরাইলিদের নির্মম হত্যাযজ্ঞের শিকার হলেও জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজ ১০ দিন ধরে গাজায় ইসরাইলি বাহিনী গাজার নিষ্পাপ শিশু, নারী ও পুরুষদের নির্বিচারে হত্যা করলেও বিশ্বসংস্থা একটি বিবৃতি দিয়েই নিজের দায় সেরেছে। আমরা এই জাতিসঙ্ঘ মানি না। অবিলম্বে গাজায় মুসলিম নিধন বন্ধ করুন। সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম সদস্যসচিব মাওলানা মহিউদ্দীন ইকরাম, প্রচার সেলের ওয়ালী উল্লাহ আরমান, মুফতি রেজাউল করীম, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মুফতি ইমরানুল বারী প্রমুখ।
খেলাফত মজলিস: ইসরাইলের গাজা আগ্রাসনবিরোধী খেলাফত মজলিসের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলে গতকাল বাধা দিয়েছে পুলিশ। জুমার নামাজের পর সেগুনবাগিচা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, ইসরাইলবিরোধী ব্যানার ছিনিয়ে নেয়া এবং আফসার উদ্দিন হাওলাদার, মো: মোস্তাইন বিল্লাহ নামে দুই কর্মীকে আটক করে রাখে। পরে পুলিশি বাধার মুখে বিজয়নগর পানির ট্যাংকির কাছে মজলিস অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন বলেন, সন্ত্রাসী ইসরাইলি আগ্রাসনবিরোধী মিছিলে বাধা দিয়ে সরকার ইহুদিবাদের পক্ষ নিয়েছে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী সভাপতি মাওলানা নোমান মাযহারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় নেতা মাওলানা আহমদ আলী কাসেমী, ঢাকা মহানগর সহসভাপতি ডা: রিফাত বিন মালিক, সহসাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজিজুল হক, জহিরুল ইসলাম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, অধ্যাপক খন্দকার সাইফুদ্দিন আহমদ, মাওলানা মিজানুর রহমান খান, শ্রমিক মজলিস নেতা আবুল কালাম, ছাত্র মজলিস নেতা মোহাম্মদ সুলাইমান, সেলিম হোসাইন, ইলিয়াস হোসাইন প্রমুখ।
ইসলামী ঐক্যজোট : লালবাগ চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ঐক্যজোট। মিছিলপূর্ব বিােভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মা তৈয়্যব হোসাইন, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা মঞ্জুর মুজিব, হাফেজ আবুল ফারাহ আমিনী প্রমুখ। মিছিল লালবাগ চৌরাস্তা থেকে শুরু করে আজাদ মাঠ, ঢাকেশ্বরী রোড, আজিমপুর রোড, গোরা-এ-শহিদ মাজার হয়ে আবার লালবাগ চৌরাস্তা এসে মুনাজাতের মাধ্যমে শেষ করা হয়। সমাবেশে মুফতি ফয়জুল্লাহ বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত, অমানবিক এবং নারকীয় চলমান হামলায় সাধারণ মানুষ, নারী ও নিষ্পাপ শিশুদের জীবন আজ বিপন্ন। বর্বর ইহুদি ইসরাইলি হায়েনারা পাখির মতো গুলি করে হত্যা করছে মুসলিমদের। তার পরও তথাকথিত বিশ্বমোড়েলদের, বিশ্ব সম্প্রদায়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিবেককে নাড়া দেয়নি।
ইসলামী আন্দোলন : ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর বায়তুল মোকাররম উত্তর গেটে বাদ জুমা প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে। এতে প্রধান অতিথি ছিলেন আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। নগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মু. বরকতউল্লাহ লতিফ, ঢাকা মহানগর সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন ও মাওলানা এ বি এম জাকারিয়া, অধ্যাপক ফজলুল হক মৃধা, মু. মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মাওলানা এইচ এম সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে মিছিল পল্টন মোড় হয়ে আবার বায়তুল মোকাররম উত্তর গেটে গিয়ে শেষ হয়। সমাবেশে চরমোনাই পীর বলেন, ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলি পাশবিকতাকে ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়েছে। বর্তমান জাতিসঙ্ঘের ভূমিকায় বিশ্ব মুসলিম বিস্মিত ও মর্মাহত। তিনি জাতিসঙ্ঘকে মুসলিম নিধনকারী সঙ্ঘ হিসেবে আখ্যায়িত করে বিশ্ব মুসলিমকে মুসলিম জাতিসঙ্ঘ গঠনের আহ্বান জানান। সেই সাথে আরব বিশ্বকে মুসলমানদের পক্ষে জোরালো পদক্ষেপ নিতে আহ্বান জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলায় নিরীহ মুসলমানের নির্মম প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অবিলম্বে এই গণহত্যা বন্ধ করুন। প্রতি দিন যেভাবে গাজার নিষ্পাপ শিশুদের মৃত্যুদৃশ্য মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে আসছে, তাতে একটি বিষয় স্পষ্ট ফুটে উঠছে যে, ইহুদিবাদীরা সুপরিকল্পিতভাবে ফিলিস্তিন জাতির নাম নিশানা পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে চায়। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম উল্টর গেটে মাওলানা মহিউদ্দীন ইকরামের সভাপতিত্বে ঢাকা মহানগর জমিয়ত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। অন্য বক্তারা বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি ইহুদিবাদী বহুজাতিক কোম্পানির পণ্য বর্জনের আহ্বান জানান।
খেলাফত আন্দোলন : গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান গণহত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত আন্দোলন বিােভ মিছিল বের করে। মিছিলটি বাইতুল মোকাররম থেকে বের হয়ে পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে এসে বায়তুল মোকাররম উত্তর গেটে শেষ হয়। তারপর নেতাকর্মীরা ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ ও বিােভ সমাবেশ করেন। খেলাফত আন্দোলন কর্মীরা জাতিসঙ্ঘের কফিন নিয়ে বায়তুল মোকাররম যাওয়ার পথে পল্টন মোড়ে পুলিশ বাধা দেয় এবং কফিনটি পল্টন থানায় নিয়ে যায়।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিােভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের আমির মাওলানা মুজিবর রহমান হামিদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা আবুল কাসেম কাসেমী প্রমুখ।
ইসলামী ঐক্য আন্দোলন পৃথক ব্যানারে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল বের করে।
বাংলাদেশ খেলাফত মজলিস : ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলা বন্ধের জন্য ঢাকা মহানগরী শাখার উদ্যোগে দোয়া মাহফিল করা হয়। এতে নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেন, বিশ্ব সভ্যতার দাবিদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের অভিভাবক আমেরিকা মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। এবং ইসরাইলকে মদদ দিচ্ছে। তাদের মুখে শান্তির বাণী শুধুই ভাঁওতাবাজি। তিনি বাংলাদেশসহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দদের প্রতি আহ্বান করে বলেন, ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের ওপর চাপ প্রয়োগ করুন। ঢাকা মহানগরী যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমীন ইউসুফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দীন আহমদ, মহানগর বায়তুলমাল সম্পাদক হাফেজ শামসুল আলম প্রমুখ। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভীবাজার, হবিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা শাখায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দিকে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ঢাকা মহানগরী ও সুন্নি আন্দোলন জাতীয় প্রেস কাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে।
টঙ্গী : গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে গতকাল বাদ জুমা হেফাজতে ইসলাম টঙ্গী থানা শাখার আয়োজনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এরশাদ নগরের সামনে এ বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিােভ মিছিল নিয়ে সেখানে সমবেত হন। মিছিলে মিছিলে প্রকম্পিত হয় মহাসড়ক। বেশ কিছু সময় বন্ধ থাকে যান চলাচল।
বিােভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও গাজীপুর জেলা সভাপতি মুফতি মাসউদুল করীম। বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এম আবদুল্লাহ, হেফাজত ইসলামের নেতা মাওলানা ইকবাল মাসুম, মাওলানা আবু সুফিয়ান, এরশাদনগর বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি কামাল উদ্দিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত-তাকওয়া জামে মসজিদের খতিব মাওলানা ওসমান গণি, হজরত খাদিজা (রা:) জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, মুফতি আবদুল মতিন, মাওলানা বজলুর রহমান, মুফতি বায়েজীদ মাহমুদ, মাওলানা আবু বকর, মাওলানা মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
মুফতি মাসউদুল করীম বলেন, ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে শত শত নারী-শিশুসহ নিরস্ত্র মানুষকে হত্যার পরও জাতিসঙ্ঘ কোনো ব্যবস্থা না নিয়ে প্রকারান্তরে ইসরাইলের প নিয়ে বিশ্ব সংস্থাটি ইহুদি সঙ্ঘে পরিণত হয়েছে। মানবাধিকারের সেøাগান দানকারী বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো নিরীহ ফিলিস্তিনিদের হত্যা বন্ধে নির্বিকার। এ পরিস্থিতিতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে পাল্টা ব্যবস্থা নিতে হবে। ইহুদি-খ্রিষ্টান প্রভাবিত জাতিসঙ্ঘ থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সাংবাদিক এম আবদুল্লাহ বলেন, দস্যু রাষ্ট্র ইসরাইল জাতিসঙ্ঘের আস্কারায় ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন বোমা মেরে নিষ্পাপ শিশু ও নারীদের খুলি উড়িয়ে দিচ্ছে। মুসলিম অনেক রাষ্ট্র নির্বিকার ভূমিকা পালন করছে। তিনি বলেন, সৌদি আরবসহ বর্তমানে যারা ভোগবিলাস আর মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করছেন তাদেরও একই করুণ পরিণতি বরণ করতে হবে।
বিােভ সমাবেশে যোগ দিতে কয়েক হাজার মুসল্লির সর্ববৃহৎ মিছিলটি আসে খাঁ পাড়া এলাকা থেকে। দুনিয়ার মুসলিম-এক হও, ইসরাইলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। ফিলিস্তিনে হামলা কেনÑ জাতিসঙ্ঘ জবাব চাই, ইসলামের শত্র“রা-হুঁশিয়ার, সাবধান প্রভৃতি স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা।
সাভার : ফিলিস্তিনি নিরীহ জনগণের ওপর ইসরাইলি ইহুদি বাহিনীর বর্বর হামলা চালিয়ে অসংখ্য নিষ্পাপ শিশু, নারী ও নিরীহ জনতাকে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে এই ন্যক্কারজনক হামলা বন্ধের দাবিতে সাভারে গতকাল বাদ জুমা সম্মিলিত ওলামা মাশায়েখের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাভার রেডিও কলোনি এলাকার জালেশ্বরের ইলাহ মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা ড. মুফতি আবুল কালাম আজাদ বাশারের নেতৃত্বে ইলাহ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে আবার ইলাহ মসজিদ গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সাভারের ব্যাংক কলোনি, বনপুকুর, আড়াপাড়া, দেওয়াগাঁ, শাহীবাগ, ডগরমোড়াসহ বিভিন্ন মসজিদের ইমাম ও শত শত মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দেওগাঁ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আখেরুজ্জামান জেহাদী, দিলখুশাবাগ জামে মসজিদের খতিব মাহমুদুল হাসান, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
আশুলিয়া : শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া আব্বাসিয়া মসজিদ এলাকা থেকে গতকাল বাদ জুমা আশুলিয়া থানা ওলামা-মাশায়েখের ব্যানারে ফিলিস্তিনের নিরপরাধ মুসলিম নারী, কোমলমতি শিশুসহ সাধারণ মানুষের ওপর ইসরাইলি সরকারি বাহিনীর বর্বরোচিত ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে বিপুল স্থানীয় ওলামা মাশায়েখ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া শাখার জনশক্তি, ইসলামী ছাত্রশিবিরের জনশক্তিসহ ও শত শত সাধারণ মুসল্লিরা অংশ নেন। মিছিলটি আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ওই মসজিদ এলাকা থেকে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নবীর উদ্দিনের নেতৃত্বে বের হয়ে বেরন এলাকার সেড ফ্যাশন গেটসংলগ্ন একটি সমাবেশে মিলিত হন।
সমাবেশে নবীর উদ্দিন বলেন, অবিলম্ভে নাস্তিক্যবাদী ইসরাইলিদের নিরাপরাধ মুসলিমদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি ওআইসি ও জাতিসঙ্ঘকে আঞ্জুমানে মফিদুলের ভূমিকা পালন না করে ইসরাইলিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন।
চট্টগ্রাম : ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদে গতকাল বাদে জুমা চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেইটে বিােভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরীর অর্থ সম্পাদক মাওলানা কাতেব ইলিয়াছ ওসমানির সভাপতিত্বে হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতিতে মিছিলপূর্ব বিােভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুগ্ম সেক্রেটারি মাওলানা হাফেজ মোজাম্মেল হক, মাওলানা কারি ফজলুল করিম জিহাদী, হেফাজতে ইসলাম রিয়াদ শাখার অর্থ সম্পাদক মাওলানা ইমরান নকিব, মাওলানা সুহাইল সালেহ, মাওলানা ফয়সাল তাজ, মাওলানা আ ন ম আহমদ উল্লাহ, মওলানা ইউনুচ, মাওলানা আনোয়ার হোছাইন রব্বানী, মাওলানা আবু তাহের ওসমানী, মাওলানা খন্দকার হামিদু, মাওলানা জয়নাল আবেদীন কুতুবী।
বক্তারা বলেন, ইসরাইল রাষ্ট্র আরব ভূখণ্ডে একটি জারজ রাষ্ট্র। জাতিসঙ্ঘের উচিত এই সন্ত্রাসী ইহুদিরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করে তাদেরকে আরব ভূখণ্ড থেকে বের করে দেয়া। তারা গায়ের জোরে এবং পশ্চিমা প্রভূদের সাহায্যে মধ্যপ্রাচ্যে নারকীয় তাণ্ডবের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বক্তারা সারা বিশে¡র মসুলমানদের ফিলিস্তিনি জনগণের পাশে থেকে তাদের ইসরাইলি আগ্রাসন থেকে মুক্ত করার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ দিকে সম্মিলিত ওলামা মাশায়েখ সংগ্রাম পরিষদ চট্টগ্রাম মহানগরীর নেতা মাওলানা হোসাইন শরীফ বলেন, ইসরাইলি হায়েনারা বিশ্ববাসীকে বৃদ্ধাঙুলি দেখিয়ে অত্যাধুনিক অস্ত্রের সমন্বয়ে ফিলিস্তিনের নিরীহ নারী-পুরুষ-শিশুদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। টানা ১২ দিনের হামলায় এ পর্যন্ত আড়াই শ’ নারী-শিশু নিহত ও দুই হাজারেরও বেশি আহত হয়েছে। পাশাপাশি ইহুদিরা ফিলিস্তিনের অসংখ্য বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। এ সব ভাঙ্চুর হতাহতেও তারা ক্ষান্ত হয়নি। মিসরের সাথে যোগাযোগের একমাত্র পথ রাফা সীমান্তে রকেট হামলা চালিয়ে তা বন্ধ এবং পানি সরবরাহের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে অবরুদ্ধ গাজাবাসী খাদ্যাভাবে অসহায় দিন কাটাচ্ছে। বিশ্বের অন্য দেশগুলো ফিলিস্তিনের জন্য ত্রাণসামগ্রী প্রেরণ করলেও তা ইসরাইলি বাহিনী গাজায় পৌঁছাতে দিচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে জাতিসঙ্ঘসহ বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে সোচ্চার হবার আহ্বান জানিয়ে অবিলম্বে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবি জানান।
সম্মিলিত ওলামা মাশায়েখ সংগ্রাম পরিষদ ঘোষিত গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আবু সাঈদ ফোরকানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রায়হান, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মুহিউদ্দীন খান, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা ইলিয়াছ, মাওলানা ফারুকে আজম, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা সাঈদ প্রমুখ।
সমাবেশে বক্তারা আধিপত্যবাদী ইহুদিদের সব ধরনের পণ্য বর্জন করে জাতি-ধম-বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সাথে মুসলিম বিশ্ব, আরব লিগ ও ওআইসির যৌথ উদ্যোগে ফিলিস্তিনি জনগণের জন্য কার্যকর পদেক্ষেপ গ্রহণে এগিয়ে আসতে বলেন। বিক্ষোভ মিছিলটি নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে জামালখান প্রেস কাবে এসে শেষ হয়।
এ দিকে, গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিােভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শেষে ছাত্রদলের সমাবেশে বক্তারা গাজায় বেসামরিক নিরীহ জনগণের ওপর ইসরাইলি বর্বরতার পরও বিশ্বের মতাধর রাষ্ট্রের নির্লিপ্ততার সমালোচনা করেন। বক্তারা জাতিসঙ্ঘের গঠনমূলক পদেেপর মাধ্যমে ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানান।
নগর ছাত্রদলের সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় ওয়াসা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাঈনুদ্দীন মুহাম্মদ শহীদ, সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, ফজলুল হক সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল, জমির উদ্দিন নাহিদ প্রমুখ।
সিলেট : ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে গতকাল উত্তাল হয়ে ওঠেছে সিলেট। গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদ থেকে তৌহিদি জনতা বিােভ মিছিল বের করেন। এ ছাড়া মসজিদে জুমার বয়ানেও খতিবেরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। জুমার নামাজের পর কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, আবু তুরাব জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা ইসরাইলী বর্বরতার নিন্দা জানান ও গণহতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
নির্বিচারে মানুষ হত্যা জঘন্য অপরাধ : মেয়র আরিফ
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট নগরীর মীরবক্সটুলার আজাদী সমাজ কল্যাণ সঙ্ঘ। গতকাল বাদ জুমা নয়াসড়ক পয়েন্টে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি পবিত্র রমজান মাসে ফিলিস্তিনি মুসলমানদের ওপর হামলা ও হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইল হামলা করে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা দুঃখজনক। নির্বিচারে মানুষ হত্যা জঘন্য অপরাধ।
আজাদী সমাজ কল্যাণ সঙ্ঘের সভাপতি আব্দুল কাহিরের সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব। আব্দুস সবুর লিটনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুখলেছ উদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়া সংগঠক হাজী মিলাদ আহমদ প্রমুখ।
রাজশাহী : ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাজশাহীতে বিােভ-সমাবেশ করেছেন আলেমরা। গতকাল শুক্রবার বাদ জুম’আ রাজশাহী সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে নগরীর সাহেববাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিােভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদণি শেষে সাহেববাজার জিরো পয়েণ্টে সমাবেশে মিলিত হয়।
হাফেজ মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন, মাওলানা ড. গোলাম মোর্শেদ, মাওলানা মোস্তফা আল মারুফ ও মাওলানা আইয়ুব আলী শেখ। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোবারক করিম, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আফজাল হোসাইন হামিদী, মাওলানা মোজাফফর হোসেন, মওলানা ইয়াহিয়া, ম্ওলানা জামিরুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা নুর মুহাম্মাদ জিহাদী, মাওলানা মুফতি ওমর ফারুক, মাওলানা নেক আহমেদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা কারি আবুল হাসান প্রমূখ।
নেতৃবৃন্দ অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে বলেন, যদি হামলা বন্ধ করা না হয় তাহলে মুসলিম বিশ্ব তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নেতৃবৃন্দ বাংলাদেশে মুসলিম সমাজকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
রংপুর : ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নারকীয় তাণ্ডবের প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ।
নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ থেকে মাওলানা মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল টার্মিনালের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ করে। এ সময় মাহবুবুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস হোসেন, মাওলানা দেলওয়ার হোসেন। একই সময় নগরীর গ্র্যান্ড হোটেল মোড় তেঁতুলতলা মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাপলায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মাওলানা শাহজাহান সিরাজ। পরে সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল হামলা বন্ধ না করলে বিশ্ব মুসলিম উম্মাহ বসে থাকবে না।
মহানগর জামায়াতের নিন্দা
এ দিকে শুক্রবার রংপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে ফিলিস্তিনে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানানো হয়। মহানগর আমির অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক থেকে হামলা বন্ধ, জাতিসঙ্ঘ এবং ওআইসির হস্তক্ষেপ কামনা করা হয়। পরে ফিলিস্তিনের অসহায় মুসলমানদের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করে মুনাজাত করা হয়।
নারায়ণগঞ্জ : ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইহুদি গণহত্যার প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন ইসলামি সংগঠন প্রতিবাদ মিছিল করে। আয়োজন করে প্রতিবাদ সমাবেশের। নারায়ণগঞ্জ প্রেস কাবের সামনে মানববন্ধন ও মিছিল বের করেন ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ। সদর মডেল থানার সামনে থেকে মিছিল বের করে উলামা মাশায়েখ পরিষদ।
বাদ জুমা নারায়ণগঞ্জ শহরে সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখা। শহরের ডিআইটি জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আতিকুর রহমান নাননু মুন্সি। মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি সামছুল আলম বাদলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সেক্রেটারি মুফতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, সহসভাপতি মো: ইসহাক, মাওলানা হাসান ইমাম মুন্সি, প্রচার সম্পাদক নাসিম রেজা, দফতর সম্পাদক মাস্টার সাইফুল ইসলাম, আলী হোসেন কাজল মাস্টার, শহর কমিটির সভাপতি আব্দুল হাই, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি বিল্লাল হোসেন, বন্দর থানা কমিটির সভাপতি নূর হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর কমিটির সভাপতি নেকমত আলী দেওয়ান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি সামছুল আলম প্রমুখ।
এ দিকে আজ বাদ জোহর ডিআইটি চত্বরে বিক্ষোভ মিছিল বের করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি চিন্তাবিদ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাওলানা মুফতি মনির হোসাইনের সভাপতিত্ব বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলে অংশগ্রহণ ও উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব মাওলানা ফেরদাউসুর রহমান।
দিনাজপুর : ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত ড্রোন হামলায় নির্বিচারে মুসলিম নারী-পরুষ ও শিশু হত্যা এবং চীনে সরকারিভাবে রোজা নিষিদ্ধের প্রতিবাদে গতকাল শুক্রবার দিনাজপুরে গণবিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ইসরাইলি সব পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। সেই সাথে পেপসি, কোকাকোলাসহ এ জাতীয় পানীয় বর্জনেরও আহ্বান জানান আলেম-উলামারা।
ইমাম-উলামা ও সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে এই গণবিােভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইমাম-উলামা ও সর্বস্তরের তৌহিদি জনতা, দিনাজপুরের আহ্বায়ক মাওলানা মতিউর রহমান কাসেমী, সদস্য মাওলানা সোহরাব হোসাইন, মাওলানা আব্দুল মান্নান, মুফতি মাওলানা খাইরুজ্জামান, মাওলানা আনসার আলী প্রমুখ। বক্তারা বলেন, ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশুদের ওপর ইসরাইলের বর্বরোচিত ড্রোন হামলা ও অবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধে কার্যকর পদপে গ্রহণে জাতিফঙ্ঘ, ওআইসিসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
বাগাতিপাড়া (নাটোর) : গাজায় ইসরাইলিদের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে উলামা মাশায়েখ পরিষদ। শুক্রবার জুমার নামাজ শেষে মালঞ্চি রেলগেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদণি করে। এ সময় সংপ্তি সমাবেশে উলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বক্তব্য দেন। সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুজ্জামান, মাওলানা আকরাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বদরগঞ্জ (রংপুর) : গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জে উলামা মাশায়েখদের বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় হকসাহেবের মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে সেখানে এসে এক সংপ্তি সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা আবদুল হান্নান খান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী প্রমুখ নেতৃবৃন্দ।
শেরপুর : ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের সংগঠন ছাত্র বন্ধু পরিষদ (সিবিপি), শেরপুরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুমা শেরপুর জেলা শহরের খোয়ারপাড় মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও প্রেস কাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক মো: মুগনিউর রহমান মনি, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো: মেরাজ উদ্দিন, ছাত্র বন্ধু পরিষদের সভাপতি রেজাউল করিম, উদীচী, শেরপুরের সিনিয়র সহসভাপতি আবু আহম্মেদ খান, উত্তরা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক মো: মুহসীন আলী আকন্দ, সহকারী প্রধান শিক মো: এমদাদুল হক, শেরপুর টাইমস্ ডট কমের নির্বাহী সম্পাদক মহিউদ্দিন সোহেল, প্রচ্ছন্ন মানবিক সংগঠনের পরিচালক আরিফুজ্জামান, মো: হাসানুর রহমান, মো: আকরামুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও নিন্দা জানান এবং তাদের পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে প্রেস কাব, জেলা আইনজীবী সমিতি, টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি, সেভ হিউম্যানিটি, ইন্টেরাপ্টেড ন্যার্চা অ্যান্ড এনভায়রনমেন্ট (শাইন), শ্যামলবাংলা২৪ডটকম, শেরপুর টাইমস্ ডট কম, প্রচ্ছন্ন মানবিক সংগঠন, শেরপুর উদীচী শিল্পীগোষ্ঠী, এভারগ্রিন গ্রুপ পরিবার, আঁচড় আর্ট গ্যালারি।
এ ছাড়া ছাত্র বন্ধু পরিষদের আহ্বানে জুমার নামাজের পর শেরপুরের বিভিন্ন মসজিদে ফিলিস্তিনে নারী-শিশুসহ নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মুনাজাত করা হয়।
নরসিংদী : ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নরসিংদী জেলা ইমাম পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। গতকাল জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে ইমামদের নেতৃত্বে মুসল্লিরা নরসিংদী পৌরসভার সামনে সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে নরসিংদী রেলস্টেশন চত্বরে সমবেত হয়। মিছিল শেষে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরাইলের হামলা, নির্বিচারে নারী-শিশুসহ গণহত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আলী আহমদ হোসাইনী, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাঈল হোসেন নূরপুরী, মুফতি রবিউল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মুফতি শফিউল্লাহ, মাওলানা সলিমুল্লাহ প্রমুখ। বক্তারা জাতিসঙ্ঘ, আমেরিকা, ইংল্যান্ডসহ পশ্চিমা বিশ্বের ভূমিকার তীব্র নিন্দা জানান।
কিশোরগঞ্জ : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে কিশোরগঞ্জে ‘আমরা কিশোরগঞ্জবাসী’ সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে গণতন্ত্রী পার্টি, সিপিবি, ন্যাপ (মোজাফফর), মুক্তিযোদ্ধা সংসদ, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশ নেন। ‘আমরা কিশোরগঞ্জবাসী’ সংগঠনের আহ্বায়ক ডা. সুশীল কুমার শীলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা দেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, মহিলা পরিষদ সভানেত্রী সুলতানা রাজিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, নারী নেত্রী নাজমুন নাহার মলি, উদীচীর সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, আয়োজক সংগঠনের ফয়সাল আহমেদ প্রমুখ।
জয়পুরহাট : ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল বাদ জুমা জয়পুরহাটে তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করেন। পূর্ববাজার বড় মসজিদ থেকে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
মিছিল শেষে শহরের কেন্দ্রস্থল পাঁচুরমোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শামসুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন ও মুফতি মাওলানা সাঈদুর রহমান জিহাদী। সভায় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি মানবতাবিরোধী গণহত্যা বন্ধের জোর দাবি জানান।
এ দিকে ফিলিস্তিনিদের ওপর বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর জয়পুরহাট শাখার উদ্যোগে আসর পরিচালক আব্দুল আলীমের নেতৃত্বে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আব্দুর রশিদ. আমিনুল ইসলাম মানিক ও গোলাম সরওয়ার মানিক প্রমুখ।
সিরাজগঞ্জ : ফিলিস্তিনিতে শিশু, মহিলাসহ মানব হত্যা ও ইসরাইলি তাণ্ডবের প্রতিবাদে সিরাজগঞ্জে বিােভ মিছিল করেছেন মুসল্লিরা। গতকাল জুমার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিােভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। মিছিলে দলমত নির্বিশেষে মুসল্লিরা অংশ নেন। মিছিলে ইসরাইলবিরোধী নানা সেøাগান দেয়াসহ অবিলম্বে মানব হত্যা বন্ধের দাবি জানানো হয়।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে শুক্রবার বাদ জুমা জেলা ইমাম সমিতির উদ্যোগে এক বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত সমাবেশে ইমাম আব্দুল হাকিম জিহাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সহসভাপতি হাফেজ মো: রশিদ আলম, চৌরাস্তা বড় মসজিদের ইমাম খলিলুর রহমান, জেলখানা মসজিদের ইমাম মো: খলিলুল্লাহ, সত্যপীর মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, হাজী দানেশ মসজিদের ইমাম মাওলানা শফিউদ্দীন, মাওলানা কাজী রফিকুল ইসলাম, মাওলানা মফিজ উদ্দীন। সমাবেশ শেষে হাজার হাজার মুসলিম জনতা মিছিলে অংশ নেন।
কুলাউড়া (মৌলভীবাজার) : ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গতকাল বাদ জুমা বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে আল ইসলাহ উপজেলা সহসভাপতি আব্দুল ওয়াহিদ আবুলের সভাপতিত্বে ও তালামীজে ইসলামিয়ার উপজেলা শাখার সম্পাদক বদরুল আমীনের পরিচালনায় চৌমুহনীতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালামীজে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতা ও কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়জুল হক খান সাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া সোসাইটির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, আল ইসলাহর সহসভাপতি মাওলানা আইয়ুব আসছারী, পৌর আল ইসলাহ সম্পাদক শিবলু বক্স। এ ছাড়া বক্তব্য রাখেন আল ইসলাহর প্রচার এহসানুল মাহবুব জাকির, আল ইসলাহ নেতা কাজী মখলিছুর রহমান, আল ইসলাহর অফিস সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, তালামীজে ইসলামিয়ার বর্তমান উপজেলা সভাপতি এহসানুল মাহবুব জাকির নাজিম, তালামীজে নেতা এবাদুর রহমান ও রেদওয়ান বক্স প্রমুখ।
ঘিওর (মানিকগঞ্জ) : ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা বন্ধের দাবিতে মানিকগঞ্জের ঘিওরে বিােভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ জুমা ঘিওর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে বিােভ মিছিলে সর্বস্তরের সহস্রাধিক জনতা অংশ নেয়। বিােভ মিছিলটি কুস্তা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজার প্রদণি শেষে বাসটার্মিনালে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ইমাম সমিতির সভাপতি মাওলানা ফখরুদ্দিন, কুস্ত জামে মসজিদের সভাপতি আব্দুল খালেক বিএসসি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একরামুল ইসলাম খবির, ঘিওর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুর রহমান আলাই, হাটবাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মূসা, মাহবুবুল হক মানিক প্রমুখ।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : গাজায় গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে গত কয়েক দিন ধরে শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে- সচেতন নাগরিক কমিটি (সনাক), বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, আল ইসলাহ, ছাত্র মজলিস, খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠন ও তৌহিদি জনতা ও সুধীজনের অংশগ্রহণে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে যাচ্ছেন। গতকালও জুমার পর সহস্রাধিক তাওহিদি জনতা ও ধর্মপ্রাণ মুসলমান শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
রেলওয়ে স্টেশন চত্বরের সামনে থেকে বিােভ মিছিলটি মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোড, নতুন বাজার রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে চৌমুহনা চত্বরে এসে সংপ্তি প্রতিবাদ সমাবেশ করে।
খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে ও মাওলানা এহসান বিন মুজাহিরের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী, খেলাফত মজলিস শ্রীমঙ্গল পৌর কমিটির সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা আবুল কালাম ইউসুফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলার সভাপতি মাওলানা আবদুর রউফ, খেলাফত মজলিসের মুফতি মনির উদ্দীন, হাফেজ আবদুল মতিন, দলনেতা নূরে আলম, পরিবহন নেতা জামাল, যুবদল নেতা আবুল কালাম, ছাত্র মজলিসের শ্রীমঙ্গল শহর সভাপতি খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
সুনামগঞ্জ : নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বাহিনী কর্তৃক নির্বিচারে বোমা হামলা ও বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মিছিল সমাবেশ করেছে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ।
গতকাল বাদ জুমা পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল বছিরের নেতৃত্বে শহরের পুরাতন কোর্ট মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্টেশন এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর পরিচালনায় মিছিলপরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আফসার উদ্দিন, মাওলানা তায়েফ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কবির, মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ তোহা প্রমুখ।
পাবনা : ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে পাবনার তাওহিদি জনতার ব্যানারে বিপুল সংখ্যক মুসল্লি। শুক্রবার জুমার নামাজ শেষে মিছিলটি পাবনা কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন মক্কা প্লাজা থেকে শুরু হয়। পরে প্রতিবাদ মিছিলটি শহরের মোজাহিদ কাবসহ পার্শ্ববর্তী সড়ক প্রদণি করে কেন্দ্রীয় বাসটার্মিনালে এসে শেষ হয়। পরে এক সংপ্তি প্রতিবাদ সমাবেশে মাওলানা আব্দুর রব ও কবি নোমান মোশাররফ প্রমুখ বক্তব্য দেন।
প্রতিবাদ মিছিলে টার্মিনাল বাইপাস এলাকার মসজিদে নূর, লস্করপুর জামে মসজিদ, মহেন্দ্রপুর জামে মসজিদ, মনসুরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ, দোহার পাড়া জামে মসজিদ, দারুল আমান ট্রাস্ট জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
টাঙ্গাইল : ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদে উলামায়ে কেরাম টাঙ্গাইলে বিােভ মিছিল ও সমাবেশ করেছেন। গতকাল বাদ জুমা শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় মসজিদ থেকে মিছিল বের হয়ে ভিক্টোরিয়া রোড প্রদণি করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম।
কুড়িগ্রাম : ইসরাইল কর্তৃক গাজার মুসলমানদের ওপর হামলা ও গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিােভ মিছিল ও সমাবেশ করেছেন তৌহিদি মুসলিম জনতা। তৌহিদি মুসলিম জনতার অন্যতম সংগঠক মাওলানা মো: নিজাম উদ্দিনের নেতৃত্বে মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে শাপলা চত্বর ও কলেজ মোড় হয়ে পৌরবাজারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন তৌহিদি মুসলিম জনতার অন্যতম সংগঠক মাওলানা মো: নিজাম উদ্দিন, আব্দুস সবুর খান, মো: রাশেদুল ইসলাম রোমান, অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার প্রমুখ।
এ সময় বক্তারা ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাস দ্বারা অবৈধভাবে ফিলিস্তিনি মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ইসরাইল কর্তৃক গাজায় মুসলিম হত্যাযজ্ঞের প্রতিবাদে সব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে সোচ্চার হয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। বক্তারা অবিলম্বে জাতিসঙ্ঘের সদস্যপদ থেকে ইসরাইলকে বাদ দেয়ার জোর দাবি জানান।