টঙ্গীর বৃহত্তর মাদক হাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন বিএনপি নেতা জসিম ভাট

Slider গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর -৬( টঙ্গী -গাছা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হাজী জসিম উদ্দিন ভাট বলেছেন, আওয়ামীলীগের সময়ে টঙ্গী বৃহত্তর মাদকের হাট হয়েছে। আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ এমপি হবো। এমপি হলে টঙ্গী মাদক হাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১ টায় টঙ্গীর আশরাফ সেতু শপিং কমপ্লেক্সে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জসিম উদ্দিন ভাট বলেন, আমি টঙ্গীর টেশিস মাঠে জিয়াউর রহমানের হাত ধরে ছাত্রদলে যোগ দেই। সেই থেকে আমি বিএনপিতে আছি। আওয়ামীলীগের সময় বিএনপি করার কারণে আমাকে ২২ বার কারাবরণ করতে হয়েছে। আমাকে অসংখ্যবার রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনী ৪ দিন গুম করে রাখা হয়েছে। গুম করে আমাকে আমিন বাজার পয়েন্টে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়ার প্রক্রিয়া চলাকালীন সময়ে বিবিসিতে আমার পরিবারের সাক্ষাৎকার প্রচারিত হলে পুলিশ আমাকে হত্যা করতে পারেনি। বিবিসিতে আমার পরিবারের সাক্ষাৎকার প্রচার হওয়ার নেপথ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুর কবির রিজভীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি বিএনপির একজন নির্যাতিত ও নিগৃহীত কর্মী। আমাকে দল মনোনয়ন দিলে আমি নতুন গাজীপুর -৬ আসনকে মাদকমুক্ত করতে যুদ্ধ ঘোষণা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *