বিদেশি হত্যাকাণ্ডের নির্দেশ লন্ডন থেকে এসেছে: হানিফ মাহবুবউল আলম হানিফ

রাজনীতি
004_170146
বিদেশি হত্যাকাণ্ডের নির্দেশ লন্ডন থেকে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, ‘বিদেশি হত্যাকাণ্ডে যে ভাইয়ের নাম প্রকাশ হয়েছে, তার ওপরেও ভাই আছে। সেই ভাইকে খুঁজে বের করতে হবে। এই হত্যাকাণ্ডের নির্দেশ লন্ডন থেকে এসেছে। আর রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’
সেই ‘ভাইকে’ খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানান হানিফ।
বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।
হানিফ আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন লন্ডনে যান, তখনই অনেকে সন্দেহ করেছিলেন। আজ সেই সন্দেহ সত্য প্রমাণিত হয়েছে। লন্ডনে বসে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।’
জেলহত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভা সফল করতে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আহমদ হোসেন, ড. আবদুর রাজ্জাক এমপি, ড. আবদুস সোবহান গোলাপ, পংকজ দেবনাথ এমপি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *