
শ্রীপুর প্রতিনিধিঃ আদালত কর্তৃক অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে আম, কাঁঠাল ও মেহগুনি সহ বিভিন্ন প্রজাতির ৭০ টি গাছ জোড়পুর্বক কেটে নিল কথিত শ্রমিক দল নেতা।
৫ আগস্ট মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে বরমা গ্রামে এই ঘটনা ঘটে।
গাছ ও জমির মালিক সামছুদ্দিন বলেন , দীর্ঘদিন যাবৎ আমাদের পৈত্রিক জমি আমরা ভোগ দখল ও চাষাবাদ করিয়া আসিতেছি। গত কয়েক বছর যাবৎ ভূমি দস্যু মোছাঃ লতিফা খাতুন ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুন আমাদের জমি জবর দখল করার জন্য বিভিন্নভাবে হয়রানি ও হত্যার হুমকি দিয়া আসছে। বিষয়টি নিয়ে গাজীপুর জজকোর্টে দেওয়ানি মোকাদ্দমা ( ১৪৬/১৩) চলমান আছে। আজ সকাল ৯ টায় কথিত শ্রমিক দল নেতা শাকিল আহমেদ কাজল ও জালাল সহ ৩০ হতে ৩৫ জন সন্ত্রাসীর উপস্থিতিতে জোরপূর্বক ৭০ টি গাছ কেটে নিয়ে যায়। এসময় আমরা বাঁধা দিলে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দিয়ে যায়। জানা যায় ঘটনাস্থলে লতিফা বেগম তার স্বামী উপস্থিত ছিলেন। সামছুদ্দিন আরো বলেন, গত ১৫ জুলাই শ্রীপুর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করে তদন্ত কর্মকর্তা এস আই সুরোজ জামান উল্টো আমাদের হুমকি প্রদান করে।
এ বিষয়ে এস আই সুরুজ জামান অভিযোগ অস্বীকার করে বলেন, কেটে নেওয়া গাছগুলো বিবাদমান সম্মতির বাইরে।
