১৯ মাসেই সমাপ্ত হলো সাগর-নিঝুমের সংসার

Slider লাইফস্টাইল


গাজীপুর: উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্থের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের স্ত্রী আকসা হোসেন নিঝুম গাজীপুরের খ্যাতিমান শিক্ষক আবুল হোসেনের দ্বিতীয় সন্তান। বিয়ের মাত্র ১৯ মাসেই মেয়ের জামাইয়ের মৃত্যুর খবরে শশুর বাড়িতে চলছে শোকের মাতম। আকাশভাঙা খবর শোনে পাইলটের শশুর চলে গেছেন ঢাকায়।

অনুসন্ধান ও নিঝুমের ফেসবুক আইডি বিশ্লেষন করে জানা যায়, জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত গনিতের শিক্ষক আবুল হোসেনের তিন সন্তানের মধ্যে আকসা হোসেন নিঝুম দ্বিতীয়। গাজীপুর শহরের জোরপুকুর পাড় এলাকায় নিঝুমের বাবার বাসা। তাদের স্থায়ী বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চাপাত গ্রামে। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত জয়পুরহাট ক্যাডেটে কলেজে লেখাপড়া শেষে ২০১৭ সালে নিঝুম ঢাকা বিশ^ বিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে ভর্তি হন। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর তৌকির ইসলাম সাগরের সাথে তার বিয়ে হয়। ২০২৪ সালের ১৪ জানুয়ারী তিনি ব্রাক বিশ^বিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত নিঝুম ও সাগর ঢাকায় বসবাস করতেন।

গাজীপুরে নিঝুমের খালু বাদল আহমেদ জানান, জামাইয়ের মৃত্যুর খবর পেয়ে তার শশুর এখন ঢাকায় আছেন। লাশ জামাইয়ের গ্রামের বাড়ি রাজশাহীতে নিয়ে দাফন করা হবে। তাই নিঝুমের বাবা ঢাকায় গেছেন। জামাইয়ের লাশ চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে দাফন করা হবে।

এদিকে নিঝুমের ফেসবুক আইডি গেটে দেখা যায়, স্বামীকে নিয়ে তিনি খুবই খুশি ছিলেন। তার আইডির কভার ছবিতে স্বামী-স্ত্রীর যুগল ছবি দেয়া আছে। বিয়ের পর তারা অনেক সুখী ছিলেন বলে তার ফেসবুকের একাধিক পোষ্টে দেখা যায়। ঘটনার পর নিঝুমের আইডি খোলা থাকলেও রাত সাড়ে ৯টায় আইডিটি লগ করে রাখা হয়।
বাংলাদেশ বিমানবাহিনীর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশন ছিল সোমবার। বিমানবাহিনীর ভাষায় যাকে বলে ‘সলো ফ্লাইট ট্রেনিং’। এই ট্রেনিং করার সময় তিনি বিমান বিধস্থ হয়ে শহীদ হন। বিমানটি ঢাকার উত্তরায় মাইলেেস্টান স্কুল এন্ড কলেজের উপর পড়ে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন নিহত ও দুই শতাধিক আহত হয়। এই ঘটনার শোকে এখন কাঁদছে পুরো বাংলাদেশ। এই ঘটনায় মঙ্গলবার জাতীয় শোক ঘোষনা করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *