বদলীতে অনিয়ম, গাজীপুর সদর শিক্ষা অফিসার অধিদপ্তরে তলব!

Slider শিক্ষা


স্টাফ রিপোর্টার গাজীপুরঃ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অনলাইনে শিক্ষক বদলীত অনিয়মের অভিযোগে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালামের বিরুদ্ধে তদন্তের নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর গাছা থানায় অবস্থিত জাঝর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মিনা রানী বালা তার বাসস্থানের কাছে লাগালিয়া আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে অনলাইনে বদলীর আবেদন করেন। সয়ংক্রিয়ভাবে মিনা রানী বালা সর্বোচ্চ স্কোর সর্বোচ্চ হলেও অজানা কারণে তার আবেদন বাতিল করে দেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম।

জানা গেছে, উক্ত বিদ‍্যালয়ে কয়েক ধাপ পরের প্রার্থীকে বদলীর সুপারিশ করেন এই শিক্ষা কর্মকর্তা। তদন্তের নোটিশ সূত্রে জানা যায়, আগামী ৩০ জুলাই বিকাল ৩টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ‍্য ও ব‍্যবস্থাপনা বিভাগের পরিচালক লুৎফর রহমানের কার্যালয়ে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম, সহকারি শিক্ষা অফিসার, বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও অভিযোগকারী শিক্ষককে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

খোঁজ নিয়ে আরো জানা যায়, শিক্ষা অফিসার আব্দুস সালাম চলতি বছরের ১২ জানুয়ারি সদর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এরই মধ্যে তার বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনা সমালোচনা চলছে। শিক্ষকদের কটুক্তি ও এখতিয়ার বহির্ভূত স্থানীয় চারটি প্রতিষ্ঠান স্থাপন চালুর অভিযোগে দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করে আলাদাভাবে তদন্ত করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, আব্দুস সালাম গত ১২ জানুয়ারি গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলা, রংপুরের গাইবান্ধা জেলা সদর, রাঙামাটির জেলার বরকল উপজেলাসহ কয়েকটি উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগের প্রতিটি স্টেশনে তিনি দুর্নীতির সম্পৃক্ততার অভিযোগে কোথাও গ্রেড অবনমন আবার কোথাও শাস্তিমূলক বদলি হয়েছেন। কোথাও আবার দুর্নীতির অভিযোগে শিক্ষক ও এলাকাবাসী তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে। তার বিরুদ্ধে অন্তত ৩টি বিভাগীয় মামলা রয়েছে।

এই বিষয়ে গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম গণমাধ্যমকে বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *