খালেদার জামিন নিয়ে আপিল শুনানি শুরু

Slider বাংলার আদালত

301707_138

 

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানি চলছে। আবেদন দুইটি করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ। আজ রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ শুনানি শুরু করেন।
গত ৮ই ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দিয়ে কারাগারে পাঠান আদালত। পরে ১২ই মার্চ আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার বয়স, সামাজিক অবস্থাসহ চার কারণে তাকে চার মাসের অন্তর্বতীকালীন জামিন দেন হাইকোর্ট। পরের দিন জামিন স্থগিত চেয়ে আবেদন করেন দুদক ও রাষ্ট্রপক্ষ। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত আবেদন দুটি পরের দিন শুনানির জন্য রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

আপিল বিভাগ হাইকোর্টের দেয়া আদেশ ১৮ই মার্চ পর্যন্ত স্থগিত করেন।  ওই সময়ের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের আবেদন (লিভ টু আপিল) করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *