ভ্যালেন্টাইনের অপেক্ষায় মম

বিনোদন ও মিডিয়া

2015_10_26_18_37_58_rXgJMj9oQWnE3qep6Mfk2Hlw5Zzogp_original

 

 

 

 

ঢাকা: ভালোবাসা দিবসের মাসখানেক আগে থেকেই প্রেমের নাটক বানানোর হিড়িক পড়ে যায়। কমেডি ধাঁচ থেকে বেরিয়ে বাংলা নাটকে ভালোবাসার রং লাগে! নিখাঁদ প্রেমের গল্পের নাটকে নির্মাতাদের পছন্দের তালিকায় আছেন ছোটপর্দার প্রিয়মুখ জাকিয়া বারি মম। মাসখানেক পর থেকেই পুরোদস্তুর কাজে নেমে পড়বেন তিনি। আপাতত ‘ছুটি’ তার।

পুরোনো যে দু’একটা ছিল সেগুলো ছাড়া এখন নতুন কোন নাটকে কাজ করছেন না তিনি। ভালোবাসা দিবসের নিজের সেরাটা ঢেলে দিতেই তারই এই ‘স্বেচ্ছা বিরতি’।

জানালেন, ‘টুকটাক নাটকের কাজগুলো করছি। যেগুলো আগে নাম লিখিয়েছিলাম। নতুন করে তেমন কোন নাটকে কাজ করা হচ্ছেনা। মনে করি উপুর্যপুরী কাজে কোন শান্তি নাই। বেছে বেছে কাজ করতে হবে।’

উল্লেখ্য, ঈদে বেশ কটি নাটকে দেখা গেছে মমকে। তার মধ্যে আরটিভির ‘এই সপ্তাহের প্রেমের গল্প’, এনটিভির সাত পর্বের ধারাবাহিক ‘নিশ্চিত প্রেমের সাতটি উপায়’, চ্যানেল নাইনের ‘উৎসর্গ’, মাছরাঙা টিভির ‘প্রজাপতির ভালবাসা’, জিটিভির ‘নীলাঞ্জনা’, বাংলাভিশনের ‘অনিন্দিতা’, জিটিভির ‘অসম’ ও এসএটিভির ‘জলছবি’ নাটকে বেশ সাড়া পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *