ভারতে বড় দুর্ঘটনার দুয়ার থেকে ফিরল হাজিদের বহনকারী ফ্লাইট

Slider ফুলজান বিবির বাংলা


ভারতে উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ-এর আন্তর্জাতিক বিমান বন্দরে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে ফিরেছে সৌদি ফেরত হাজিদের বহনকারী একটি ফ্লাইট। আজ সোমবার স্থানীয় সময় ভোর ৬টা ৩০ মিনিটের দিকে ঘটেছে এই ঘটনা।

২৫০ জন ভারতীয় হাজিকে নিয়ে লক্ষ্ণৌয়ের উদ্দেশে গতকাল রোববার রাত ১০টা ৪৫মিনিটে জেদ্দা ত্যাগ করে সৌদি আরবের ফ্ল্যাগশিপ উড়োজাহাজ পরিষেবা সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমান। ফ্লাইটের নাম্বার ছিল এস ভি ৩১১২।

ভোর সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটির চাকা লক্ষ্ণৌ বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে ট্যাক্সিং করার সময় সেটির ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। রানওয়েতে এ এসময় স্ফুলিঙ্গ ও ধোঁয়া দেখা গেছে।

বিমানবন্দরসূত্রে জানা গেছে, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি লক্ষ্য করা মাত্র পাইলট তাৎক্ষণিকভাবে বিমানের ইঞ্জিন থামিয়ে দেন। তার কিছুক্ষণের মধ্যেই বিামনবন্দরের অগ্নিনির্বাপক ও উদ্ধারকরী বাহিনীর একটি দল সেখানে পৌঁছে যাত্রীদের নামার ব্যবস্থা করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে। সেখান থেকে জানা গেছে বিমানটির হাইড্রোলিক সিস্টেমে লিকেজের কারণেই ঘটেছিল এ দুর্ঘটনা।

কয়েক দিন আগে গুজরাটের আহমেদাবাদে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই আছড়ে পড়েছিল। এতে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ওই উড়োজাহাজের ২৪১ জন যাত্রী এবং যে এলাকায় সেটি পতিত হয়েছিল, সেখানাকার ৩৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সূত্র : ফার্স্টপোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *