হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় মামলা

Slider গ্রাম বাংলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় হত্যাচেষ্টা মামলা করা করা হয়েছে।

সোমবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনসিপির গাজীপুর মহানগরের প্রতিনিধি খন্দকার আল-আমিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১০০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে এনসিপির গাজীপুর মহানগর প্রতিনিধি খন্দকার আল-আমিন জানান, হামলার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলছে। কোথা থেকে কাকে আটক করছে কিছুই বলতে পারছেন না তিনি। তার দাবি অসহায় বা নিরপরাধ কাউকে যেন আটক করা না হয়।

এর আগে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত ৫৪ জনকে আটক করে পুলিশ। রোববার থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনো অভিযান চলছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) জাহিদ হাসান জানান, আটককৃতদের বিভিন্ন তথ্য যাচাই করে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত রোববার গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪ থেকে ৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *