শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘যারা পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মেরে সরকার পতনে ব্যর্থ হয়েছিল, তারাই তাজিয়া মিছিলে হামলাসহ সাম্প্রতিক সময়ে হত্যার সাথে জড়িত থাকতে পারে।’
শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত যৌথসভায় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হানিফ বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তারাই এ হামলা করেছে।’
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, ‘হামলাকারী যারাই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।’
শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর পুরান ঢাকার হোসাইনী দালাননে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় একজন নিহত এবং শতাধিক আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
খবর বাসসের।