৪০ ভবঘুরেকে পুর্নবাসন কেন্দ্রে পাঠালো জিএমপি

Slider গ্রাম বাংলা

টঙ্গীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে ছিন্নমূল, মাদকাসক্ত, পথশিশু, আশ্রয়হীন, গৃহহীন, অসহায় ৪০ জন ব্যক্তিকে রাজধানীর মিরপুরে সমাজসেবা অধিদফতর পরিচালিত পুর্নবাসন আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকালে জিএমপি কমিশনারের নির্দেশনায় অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে স্থানীয় স্টেশন রোড থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নীচ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে এসব ভবঘুরেকে হেফাজতে নেয়া হয়।

তারা হলেন, কাজল (৪৫), রোকন হোসেন (৫০), আমিন (২৮), ইসলাম আলী (৫০), শাহীন (৪৮), বিল্লাল হোসেন, রাজা মিয়া (৪৩), মো: নজমুল (৩০), মো: কামরুল হাসান (৬২), আনোয়ার (৩০), মো: বাবু (২৬), মো: মোস্তাকিম (৩২), ইকবাল হোসেন (৩০), শফিকুল (৫৫), মোহাম্মদ আলী (৪০), মো: শাজাহান (৫৫), মো: বাবুল (৫৫), মঈন উদ্দিন (৪০), হানিফ, সেতু (৩০), আবির (১০), মীম ওরফে টুনি (১৩), রমজান (৪৫), শামীম (১৯), ফেরদৌস (৪০), শাহীন (৫০), হেদায়েত উল্লা বাপ্পী (৪৮), কামরুল হাসান (৫০), শামীম হোসেন মৃদুল (৪০), মোস্তফা (৪০), মো: হুমায়ুন কিবর (৪০), রাসেল (১২), মো: মুন্না (২৪), সনিয়া (২০), মো: হানিফ (৩০), মো: হৃদয় (২২), কাউছার (৩২), মো: হাফিজুর রহমান বাবু (৩৫), গিয়াস উদ্দিন (৩২) ও লাল চান (২৫)।

টঙ্গী পূর্ব থানা থানার ওসি মো: আশরাফুল ইসলাম বলেন, উদ্ধারকৃতদের বেশির ভাগই মাদকাসক্ত, যাদের জীবন গন্তব্যহীন। জিএমপি কমিশনারের নির্দেশনায় সামাজিক সংশোধনীমূলক এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *