বোমা হামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চেয়েছে বিএনপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঘটনার জন্য যারা দায়ী, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে সেই দুস্কৃতিকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই। শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, কোন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তদন্তের আগে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেয়া হচ্ছে। আর বিভিন্ন হত্যাকা-ে আইন প্রয়োগকারী সংস্থা এখন ক্ষমতাসীনদের ভাষায় তাদের মতো করে কথা বলছে। এসব অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
তিনি অভিযোগ করে বলেন, দলকে বিভিন্ন সময়ে ভাঙার চেষ্টা হয়েছে, বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। এখন বিএনপিকে নিশ্চিহ্ন করে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি সম্পূর্নভাবে একটি উদারপন্থি গণতান্ত্রিক দল। এই দলটিকে জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত কথা বলে সরকারি দলের লোকেরা বিএনপিকে ভুলভাবে চিত্রিত করতে চায়। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে। বিএনপি সেই দল যারা বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে এবং সংসদীয় গণতন্ত্রেও সূচনা করেছে। বিএনপি সবসময় মানুষের অধিকার নিয়ে আন্দোলন করেছে।
তিনি বলেণ, লন্ডনে চিকিৎসা শেষে অতি দ্রুত দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘দেশে ফিরবেন না’-বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত খবরের কঠোর সমালোচনা করে এর তীব্র প্রতিবাদ জানান ফখরুল।
বলেন, এটি একটি গভীর চক্রান্ত। বিএনপি নেত্রী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশের মানুষের সঙ্গে সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই কথাগুলো বলতে চাই, তিনি (খালেদা জিয়া) চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। চোখের চিকিৎসা চলছে। একই সঙ্গে পায়ের চিকিৎসাও হচ্ছে। চিকিৎসক ছেড়ে দেয়া মাত্রই তিনি দেশে ফিরে আসবেন।