হবিগঞ্জে বাস চাপায় তিন অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
শনিবার দুপুর ১২ টার দিকে শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান।
নিহতরা হলেন, মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক জিয়াউর রহমান (২৮), শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিশাপট গ্রামের সবুজ আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫) এবং বাহুবল উপজেলার তগলী গ্রামের কাকন পরের ছেলে দিনেছ পর (৪০)।
হবিগঞ্জে অটোরিকশাকে চাপা দেওয়া বাস
আহত মধ্যে দুই নারী ও দুই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা রূপসী বাংলা পরিবহনের বাসটি বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই জিয়াউর মারা যান।
গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুলবুল ও দিনেছকে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা