শ্রীপুরে জয় গুরু মনির শাহ্’কে আটক করে পুলিশে দিয়েছে জনতা

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গভীর বনে আস্তানা ঘেঁরে বসা পীর জয় গুরু মনির শাহকে আটক করেছে পুলিশ। আজ সকালে পুলিশ উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় তৌহিদী জনতার হাতে আটক অবস্থা উদ্ধার করে শ্রীপুর থানায় নিয়ে আসেন।কথিত পীর জয় গুরু মনির শাহ চিশতি সিরাজগঞ্জ জেলার ধোপাকান্দি থানার জামতৈল গ্রামের ডাঃ রফিকুল ইসলাম চিশতির ছেলে। তিনি অনুমান আঠারো বছর পূর্বে উপজেলার মাওনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বারতোপা গ্রামের বনের জমিতে হেরা দ্বীপ দরবার শরীফের প্রতিষ্ঠা করেন। বন বিভাগ ও স্থানী জনতা এর আগে ওই আস্থানা থেকে ২০১৭ সালে উচ্ছেদ করে ছিলো।

জানাযায়, মনির শাহ্ বারতোপা গ্রামের গভীর বনের ভেতর আম্তানা গড়ে তুলে ছিলেন। ওই আস্থানায় তিনি মানব ধর্মের প্রচার করতেন। তার আস্তানায় ইসলাম পরিপন্থী কাজের অভিযোগে তৌহিদী জনতা আন্দোলন শুরু করে। অপর দিকে মনির শাহ তার আস্তানার সম্পসারণ করে দখল করেন বনের জমি। বন বিভাগ তার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। ২০১৭সালে স্থানীয় জনতা মনির শাহ্ উচ্ছেদ করে। দীর্ঘ সময় মনির শাহ ওই বনে আসেননি। গত পাঁচ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ফের ওই বনে আসা যাওয়া শুরু করেন। বিষয়টি স্থানীয় ওলামা শায়েখ ও তৌহিদী জনতার মাঝে উত্তেজনার সৃষ্টি করে। আলেম ও তৌহিদী জনতা সম্প্রতি মাওনা ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভা করে মনির শাহ্’র আস্থানা গুড়িয়ে দেয়ার প্রস্তুতি নেয়। ওই দিন স্থানীয় প্রশাসন মনির শাহ্কে উচ্ছেদের আস্বাসদেন।
আগামী বারো ও তেরো ফেব্রয়ারী হেড়াবনে আনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছলেন মনির শাহ্।

রবিবার সকাল ৯টারদিকে মনির শাহ্ মাওনা চৌরাস্তার জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার মুফতি জামাল উদ্দিনের সাথে পরামর্শ করার জন্য যান। এসময় আলেম- ওলামা এবং ছাত্রবৃন্দ ক্ষিপ্ত হয়ে জয় গুরু মনির শাহ’কে আটক করে।সংবাদ পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে জয় গুরু মনির শাহ্কে আটক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, তৌহিদী জনতার হাতে আটক মনির শাহ্কে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *