কাপাসিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্যানেল বিজয়ী

Slider বাংলার সুখবর

মাসুদ পারভেজ কাপাসিয়া (গাজীপুর) থেকে : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়ায় ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় প্যানেলের বিপুল বিজয় হয়েছে। ২৪ মার্চ, রোববার দিনব্যাপী ভোট গ্রহন শেষে রাত সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টাণিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করা হয়।

চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনীত নৌকা প্রতিকের অ্যাড. আলহাজ¦ আমানত হোসেন খান ৫৫ হাজার ৮ শত ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রেুাহী প্রার্থী আনিছুর রহমান আরিফ ২৫ হাজার ৭ শত ৮৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ তালা প্রতিকে ৩৪ হাজার ৩ শত ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টিয়া পাখি মার্কায় ২৭ হাজার ৮ শত ৮৪ ভোট পেয়েছেন। অপর প্রার্থী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু টিউবওয়েল মার্কায় ১৯ হাজার ৫ শত ৪৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলালীগের সভানেত্রী রওশন আরা সরকার কলসী প্রতিকে ৪৩ হাজার ২ শত ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম ৩৯ হাজার ৩ শত ৯৩ ভোট পেয়েছেন। উল্লেখ্য, কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৭ হাজার ৩৯৪জন। উপজেলার ১১টি ইউনিয়নের ১১৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *