ইজতেমার দ্বিতীয় ধাপে আরো ২ মুসল্লির মৃত্যু

Slider ফুলজান বিবির বাংলা

গাজীপুরের টঙ্গীর প্রথম পর্বে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে প্রথম পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) শুরায়ী নেজামের (মাওলানা জুবায়ের অনুসারী) ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।

তিনি জানান, গত রাত ১টায় সুজাবত আলী সরকার ও রাত ২টায় মো. সামসুল আলম ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন। বাদ ফজর ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে ৫ জন ও দ্বিতীয় ধাপে ৪ জন মৃত্যুবরণ করেছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৯ জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *