লন্ডনে বিচারপতি শামসুদ্দিনের উপর হামলা

Slider বাংলার আদালত সারাদেশ

97990_Untitled-1

 

 

 

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদ্য অবসরে যাওয়া বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর লন্ডনে আবারও হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের বাইরে এ হামলার ঘটনা ঘটে। এর আগে, ২০১২ সালের ২৭ জুন লন্ডনে অজ্ঞাতপরিচয় দুই বাঙ্গালি যুবক তার ওপর হামলা চালিয়েছিল। এবার হামলার সময় বিচারপতির মেয়ে তার সঙ্গে ছিলেন। ঘটনার বিবরণ দিয়ে তার মেয় ফেসবুকে লিখেছেন, হিথ্রো বিমানবন্দরে নেমে বাসায় যাওয়ার আগে বেথনাল গ্রিনের ইয়র্ক হলে দুর্গা পূজার একটি মন্ডপে যান বিচারপতি শামসুদ্দিন। ইয়র্ক হল থেকে বেরিয়ে তারা গাড়িতে ওঠার আগে হামলার শিকার হন। তিনি লিখেছেন, হঠাৎ একজন তার বাবার কাছে এসে জানতে চান তিনিই শামসুদ্দিন চৌধুরী মানিক কি না। জবাব না দিলে এরপর সে মারধর শুরু করে।  কিছুক্ষণের মধ্যে আরও কয়েজন এসে হামলায় যোগ দেয়। এসময় বিচারপতি শামসুদ্দিনের মোবাইল ফোন কেড়ে নেয়। মেয়ে ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীদের লাথি আর ঘুষিতে এক পর্যায়ে শামসুদ্দিন চৌধুরী রাস্তায় পড়ে যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *