রমজান আলী রুবেল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মিথ্যা মামলায় জড়ানোর পায়তারার অভিযোগ পাওয়া গেছে।অভিযোগকারী শহিদুল্লাহ শ্রীপুর পোর এলাকার মাধখলা গ্রামের মৃত লালু মিয়ার পুত্র। শহীদুল্লাহ্ জানান,তিনি বিগত দিনগুলোতে কৃষিকাজ সহ নিজস্ব ব্যবসা করতেন। এ সুযোগে এলাকার একটি কুচক্রী মহল বিভিন্ন রাজনৈতিক মামলায় জড়ানোর পায়তারা করছেন। এরই অংশ হিসেবে তাকে জড়িয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশনের ও চেষ্টা করছেন।এলাকায় তিনি একজন সাদামাটা মানুষ হিসেবে পরিচিত হলেও তাকে সন্ত্রাসী ও নির্যাতনকারী হিসেবে প্রচার করার অপচেষ্টা করছেন। গতকাল ২৫ নভেম্বর সোমবার তার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন
গত ১২ নভেম্বর ২০২৪ খ্রী.দৈনিক রূপবাণী পত্রিকার ১ম পৃষ্ঠায় ” আওয়ামিলীগের রাজনীতি করে এলাকায় অবৈধ প্রভাবের পাশাপাশি পৈত্রিক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে।আমি আমার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমতো দূরের কথা কাউকে গালি পর্যন্ত দেইনি। কেউ বলতেও পারবে না।তাছাড়া আমার মা বাবা ভাই বোনদের উপর ভয়াবহ আচরণ করি বলে উল্লেখ করা হয়েছে।অথচ আমার মা বাবা মারা গেছে সেই বহু আগে।ভাইবোনদের সাথেও আমার সম্পর্ক ভালো।আমার পৈত্রিক সম্পত্তি থেকে এক শতাংশ জায়গাও জোর করে বেশি নেইনি বা জবরদখল করিনি।তারপরও আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এসব কুচক্রী ।এসময় মাধখলা গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।