অনলাইনে পর্ণ দেখা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করে দেবে হ্যাকাররা

Slider তথ্যপ্রযুক্তি সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ
 97549_mg_pornsearch_comp02

 

ইন্টারনেটে আপনি যদি পর্ণ দেখে না থাকেন তাহলে উদ্বেগের কোন কারণ নেই। কিন্তু অনলাইনে যারা পর্ণ দেখেন বা সার্চ করেন তারা হ্যাকারদের পরবর্তী টার্গেট হতে পারেন। সফটওয়্যার প্রকৌশলী ব্রেট থমাস তার ব্লগে এ সতর্কবার্তা দিয়েছেন। এ খবর দিয়েছে বৃটেনের মেট্রো। তিনি বলেছেন, ‘২০১৫ সালে আপনি যদি অনলাইনে পর্ণ দেখে থাকেন, সেটা যদি ইনকগনিটো মোডেও (পরিচয় গোপন রেখে) হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন কোন এক সময় আপনার পর্ণ দেখার বিস্তারিত রেকর্ড প্রকাশ করে দেয়া হবে। সঙ্গে থাকবে আপনার নাম।’ ব্রেট আরও বলেছেন, হ্যাকাররা যদি কোন একটি ওয়েবসাইটে আপনার লগইনের বিস্তারিত তথ্য নিতে পারে যে ওয়েবসাইটে আপনার নাম রয়েছে, আর আপনার দেখা একটি প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটের ব্রাউজিং ইতিহাস দেখতে পারে, তাহলে তারা আপনার দেখা যাবতীয় পর্ণের তালিকা পেয়ে যাবে। ব্রেট মনে করেন, ইন্টারনেটে পরবর্তী বড় কোন গোপনীয়তা সঙ্কট আপনার একান্ত ব্যক্তিগত ও বিব্রতকর তথ্য ফাঁস করে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *