“ফ্যাসিস্ট ও তাদের দোসদের বিচার দেশের মাটিতেই হবে—মোঃ রেজাউল করিম

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি :-বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি’র কর্মী সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বিগত ৫ আগস্টের/২০২৪, এর পর জাতি ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেলেও দেশে এখনও গণতন্ত্র ফিরে আসেনি।অতিদ্রুত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, স্বৈরাচার, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে যাদের হত্যা করা হয়েছে সেই শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে তার দোসররা এখনও ঘাপটি মেরে আছে। ফ্যাসিস্ট ও তাদের সব দোসরের বিচার দেশের মাটিতেই হবে।তাদের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কী পারবে না তা ছাত্র-জনতা দেখেবে। ২৯ অক্টোবর /২০২৪, মঙ্গলবার, “শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা মাঠে” উপজেলা বিএনপি’র সভাপতি জ্বনাব মোঃ শহিদুল ইসলাম (বাবলুর) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্বনাব মোঃ রফিকুল ইসলাম (মিন্টুর) সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক এমপি (বগুড়া -০৬ এবং বগুড়া –০৫) আলহাজ্ব জ্বনাব মোঃ গোলাম মোহাম্মদ (সিরাজ)।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি জ্বনাব মোঃ হেলালুজ্জামান তালুকদার (লালু), জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি জ্বনাব মোঃ মোশাররফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জ্বনাব মোঃ আলী আজগর তালুকদার (হেনা), জ্বনাব মোঃ জয়নাল আবেদিন (চাঁন), কেন্দ্রীয় নেতা ও শেরপুর উপজেলার প্রথম সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জ্বনাব মোঃ কেএম মাহবুবার রহমান (হারেজ), জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্দে খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি জ্বনাব মোঃ হাবিবুর রশিদ (সন্ধান), সাধারণ সম্পাদক জ্বনাব মোঃ এমআর হাসান (পলাশ) প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাহবুবুর রহমান, শফিকুল আলম (তোতা), শেরপুর থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি জ্বনাব মোঃ আসিফ সিরাজ রব্বানী (সানভি), পিয়ার হোসেন, মাহবুবুর রহমান, মাহবুবুল আলম (হিরু), আব্দুল মোমিন, মামুনুর রশিদ (আপেল), মোস্তাফিজার রহমান নিলু, একেএম তৌহিদুজ্জামান পলাশ, আবু সাঈদ, বদিউজ্জামান বদি, ডলার, ৯নং সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের বার-বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সীমাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জ্বনাব মোঃ আফতাব হোসেন তালুকদার, বগুড়া জেলা সেচ্ছাসেবী দলের নেতা শরিফুল ইসলাম( জুয়েল),সীমাবাড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মিঃ শরিফুল ইসলাম, সীমাবাড়ি ২ং জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি জ্বনাব মোঃ আব্দুল্লাহ আল (মানু মাস্টার) প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *