ইয়েমেনে প্রধানমন্ত্রীর ব্যবহৃত হোটেলে হামলা

সারাবিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দ্বিতীয় প্রধান শহর এডেনে দেশটির প্রধানমন্ত্রীর ব্যবহৃত হোটেলে রকেট হামলা চালানো হয়েছে। এই হোটেলকে সরকারি কাজে ব্যবহার করতেন ইয়েমেনের মন্ত্রিসভা।

আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এই হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। তবে হামলার সময় প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যরা হোটেলে ছিলেন না।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলার ফলে এডেন থেকে হুতি বিদ্রোহীরা পিছু হঠার পর কাসর নামে হোটেলটি সরকারের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এর আগে হুতিরা এডেন শহর দখল করে নেয় এবং ইয়েমেনি প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি দেশ ছেড়ে সৌদি আরবে চলে যান।

গত জুলাইয়ে সৌদি আরবের বিমান হামলা এবং সরকারপন্থি যোদ্ধাদের তোপের মুখে এডেন ছাড়তে বাধ্য হয় হুতিরা। পরে সেখানে আসেন ইয়েমেনের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। তারা এডেনকে অস্থায়ী রাজধানী ঘোষণা করে কার্যক্রম চালাচ্ছেন।

এদিকে রাজধানী সানা এখনো হুতিদের দখলে রয়েছে। হুতিরা অন্তবর্তীকালীন সরকারের মতো প্রশাসন চালাচ্ছে।

জাতিসংঘের তথ্যমতে, গত ছয় মাসে ইয়েমেন সংঘর্ষে নিহত হয়েছে ৪ হাজার ৯০০ লোক। এর মধ্যে ২ হাজার ২০০ বেসামরিক লোক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *