মিনায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪৫০

সারাবিশ্ব

jbj

 

সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে অন্তত ৪৫৩ জন হাজি নিহত এবং ৭১৯ জন আহত হয়েছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর জানিয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতরা কোন দেশের তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সৌদি কর্মকর্তারা বলছেন, ভিড়ের চাপ এবং হুড়োহুড়ির কারণে অনেক হাজি পদদলিত হয়ে মারা গেছেন।
মিনায় উদ্ধার কাজ চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহতদের চারটি হাসপাতালে পাঠানো হয়েছে।
আল আরাবিয়ার খবরে বলা হয়, মক্কা শরিফের বাইরে অবস্থিত মিনায় শয়তানের উদ্দেশে পাথর মারার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে আলজাজিরার খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে স্ট্রিট ২০৪-এ। হজে পাথর নিক্ষেপ শেষ বড় ধরনের কাজ।
প্রায় ২০ লাখ মুসলমান এ বছর হজ পালন করছেন।
আলজাজিরার ওমর আল সালেহ মক্কা থেকে জানিয়েছেন, নিহতের যে খবর জানা গেছে, তা প্রাথমিক খবর। এবার হজের এক সপ্তাহ আগে ক্রেন দুর্ঘটনায় ১০৭ জন নিহত হয়েছিলেন। তখন আহত হয়েছিলেন ২০০।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *