মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ  

Slider জাতীয়

file

মহাসড়কে নানা অব্যবস্থাপনার কারণে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামে ফেরা মানুষ পথে পথে ভোগান্তির শিকার হচ্ছেন। ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। টানা বর্ষণে ভোগান্তির মাত্রা বেড়েছে। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলীতে বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে ঘরমুখো মানুষদের। গতকাল উত্তরবঙ্গ থেকে বুধবার রাতে ছেড়ে আসা গাড়িগুলো বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কাউন্টারে এসে পৌছায়নি। ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী দেশ ট্রাভেলসের যাত্রী মোখলেসুর রহমান জানান, সকাল পৌনে আটটার গাড়িতে তার সপরিবারে রাজশাহীর উদ্দেশে রওয়ানা হওয়ার কথা। কিন্তু দশটার সময়ও্ তার গাড়ি পৌছায়নি। ঢাকা-পাবনা রুটে চলাচলকারী সি-লাইন পরিবহনের একজন কর্মচারী জানান, রাতে টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় একজন পুলিশ সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে তার সহকর্মীরা বেপরোয়া গাড়ি ভাঙচুর করেন। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া কয়েকটি লোকাল বাস দুর্ঘটনার শিকার হওয়ায় দীর্ঘ জটের সৃষ্টি হয়। টাঙ্গাইল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, কোরবানীর পশুর ট্রাক ও লোকাল বাসগুলো অনিয়ন্ত্রিতভাবে মহাসড়কে চলাচলের কারণে ঢাকা টাঙ্গাইল মহাড়কে প্রায় ৬০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ ও কুমিল্লা থেকে আমাদের প্রতিনিধিরা ওইসব এলাকায় দীর্ঘ যানজটের কথা জানিয়েছেন। বগুড়া থেকে স্টাফ রিপোর্টার জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০জন। ফেনী থেকে প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজির দিঘী এলাকায় বুধবার মধ্যরাতে যাত্রীবাহি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছে। এসময় অন্তত ২৫ যাত্রী আহত হ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *