ছাত্র বিক্ষোভে স্থবির ঢাকা  

Slider জাতীয়

92384_Untitled

 

 

 

 

 

 

সপ্তাহের প্রথম কার্যদিবসে ছাত্র বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা। রাজধানীর ধানমন্ডি, বনানী, বাড্ড ও উত্তরায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওইসব এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এরপ্রভাবে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে তারা ভ্যাটবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে। পুলিশের বাধা উপেক্ষা করে রামপুরা ব্রীজ অতিক্রম করে তারা বাড্ডা-রামপুরা সড়কে অবস্থান নেয়। বসুন্ধরা আবাসিক এলাকার সামনে প্রগতি সরনীতে অবস্থান নিয়েছে নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বনানী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাজধানীর ধানম-িতেও সড়ক অবরোধ করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে ধানম-ি ৩২ নম্বরে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এরপর তারা সড়কে নেমে বিক্ষোভ মিছিল করে। এসময় ধানম-ি ২৭নম্বর এর মোড়ে অবস্থান নেয় তারা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে উত্তরা এলাকায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে আবদুল্লাহপুর থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কে যান চলাচলে বিঘ হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভে জনদুর্ভোগ সৃষ্টির আশংকায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা দেবেন না। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *