বেনজীরকে স্বসম্মানে দেশ ত্যাগ করতে সরকার সহযোগিতা করেছে অভিযোগ মির্জা ফখরুলের

Slider রাজনীতি


গাজীপুর: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকা বেনজীর আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পরও, এই সরকার তাকে পুরস্কৃত করেছে। বিএনপি’র নেতারা যখন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নেন, তখন তাদেরকে ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে আটকে রাখা হয়। আর বেনজীর আহমেদ দুর্নীতি করে ধরা খাওয়ার পরও স্বসম্মানে দেশ ত্যাগ করতে এই সরকার তাকে সহযোগিতা করেছে।

আজ শনিবার(১ জুন) বিকেলে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত সাগর সৈকত কনভেনশন হলে জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা দুর্নীতিবাজদের পুরস্কৃত করে দেশের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। উদাহরণ হিসেবে মির্জা ফখরুল সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজের কথা উল্লেখ করে বলেন, আমেরিকা বেনজীর আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পরও এই সরকার তাকে পুরস্কৃত করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি’র নেতারা যখন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নেন, তখন তাদেরকে ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে আটকে রাখা হয়। আর বেনজীর আহমেদ দুর্নীতি করে ধরা খাওয়ার পরও সসম্মানে দেশ ত্যাগ করতে এই সরকার তাকে সহযোগিতা করে।

অতীতকে টেনে তিনি বলেন, দেশকে স্বাধীন করার জন্য যাদের দায়িত্ব ছিল, তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। পাকহানাদার বাহিনী যখন দেশে আক্রমণ করেছিল, তখন তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। মানুষ আশা করেছিল, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু তাদের দুঃশাসনের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং দেশে দুর্ভীক্ষ দেখা দিয়েছিল।
বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলন আরো বেগবান করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই দানব সরকার কে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা ডঃ মাজহারুল আলম, এডভোকেট মেহেদী হাসান এলিচ, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, হুমায়ন কবির রাজু, বশির আহমেদ বাচ্চু, জাবেদ আহমেদ সুমন, সাইফুল ইসলাম টুটুল, রায়হান আল মাহমুদ রানা, আসাদুজ্জামান নুর, সাজেদুল ইসলাম সাজিদ, মাহমুদ হাসান রাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *