রমজান আলী রুবেল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে এক কিষাণীর মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার (১৮মে)সকাল সাড়ে নয়টারদিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদা পাড়া গ্রামে। নিহত ফাতেমা(৪৫) ওই গ্রামের মো. নূর হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তানসেন চৌধুরি জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বজ্রপাতে তার শরিরের বাম পাশ ঝলসে গেছে। স্বজন দের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মরদেহ হস্তান্তরের প্রকৃয়া চলছে।
নিহতের ছেলে জহিরুল ইসলাম জানান, মা সকালে নানার বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন। ঝড় বৃষ্টি আসছে দেখে ধান উঠাতে যান । এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। পরে দেখি তিনি মাটিতে পরে আছেন । তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবিনা জানান, ওই নারীকে সকাল সাড়ে দশটারদিকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।